বায়ুদূষণের শীর্ষে আবারও ঢাকা

দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে উঠল রাজধানী ঢাকা। বৃহস্পতিবার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ২৩৬। এর আগে সোমবার শীর্ষ অবস্থানে ছিল এ নগর।

এই শীতে অধিকাংশ সময়ই ঢাকা শীর্ষ পাঁচ দূষিত বাতাসের শহরের তালিকায় ছিল। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান একিউআই-এর স্কোর অনুযায়ী ঢাকায় বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। বায়ুদূষণের তালিকায় বৃহস্পতিবার ১৮৬ স্কোর নিয়ে ঢাকার পরই ছিল পাকিস্তানের লাহোর। তৃতীয় স্থানে ভারতের দিল্লি। শহরটির স্কোর ১৮৩। এদিকে ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের মুম্বাই।

১৭৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকো শহর। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসাবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসাবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসাবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

দেখা যায়, ঢাকার বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে রয়েছে। জানুয়ারিতে একদিনও নির্মল বায়ু পায়নি এই শহরের মানুষ। ওই মাসের ৩১ দিনের মধ্যে ১০ দিনই ‘বিপজ্জনক’ পর্যায়ে ছিল বাতাসের মান। বাকি ২১ দিন ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। ঢাকার আমেরিকান দূতাবাস রাজধানীর বায়ুমান পর্যবেক্ষণ করে থাকে।

তাদের ৭ বছরের এক পরিসংখ্যানে দেখা যায়, বায়ুমানের দিক থেকে সবচেয়ে ভয়ংকর ছিল এবারের জানুয়ারি। ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই সাত বছরে জানুয়ারি মাসের মোট ২১১ দিনের বায়ুমান রেকর্ড করা হয়। তাতে দেখা যায়, মানুষ একদিনও নির্মল বায়ু পায়নি। এর চেয়েও উদ্বেগজনক তথ্য হচ্ছে, দিনদিন বায়ুর মান ‘ভয়ানক’ রূপ ধারণ করছে।

২০২১ সালে জানুয়ারিতে ৩১ দিনের মধ্যে ৭ দিন বাতাসের মান ছিল ‘বিপজ্জনক’ পর্যায়ে। সেখানে এবার তা ১০ দিনে উন্নীত হয়। ২০১৭ সালের জানুয়ারির ৫ দিন এবং ২০১৮ থেকে ২০২০ সালে তিন বছরের জানুয়ারির ৪ দিন করে বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে ছিল। গত বছর মাত্র একদিন এমন অবস্থা ছিল ঢাকার বাতাসের। অর্থাৎ এবারের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে।

এদিকে আমেরিকান দূতাবাস থেকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাপস বায়ুদূষণসংক্রান্ত তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেছে। তাতে দেখা যায়, ঢাকার গত ৭ বছরের (২০১৭ হতে ২০২৩) বায়ুমান সূচক (একিউআই) বিপজ্জনক পথে যাচ্ছে। গত ৭ বছরের জানুয়ারির ২০৯ দিনের মধ্যে ৩৫ দিন ‘বিপজ্জনক’ এবং ১৪৫ দিন ‘খুবই অস্বাস্থ্যকর’ দিন ছিল।

একই সময়ে ঢাকার মানুষের একদিনের জন্যও ভালো বায়ু সেবন করার সৌভাগ্য হয়নি। ৯৯ দশমিক শূন্য ৪ ভাগ দিনই বায়ুমান পরিস্থিতি ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘বিপজ্জনক’ বা অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় ছিল। ক্যাপস আরও বলছে, গত সাত বছরে ঢাকার জানুয়ারির মধ্যে বায়ুর মানের দিক থেকে ২০২২ সালে ১৮ দিন খুবই অস্বাস্থ্যকর অবস্থায় ছিল এবং ২০২৩ সালের জানুয়ারির ২১ দিনই ‘খুবই অস্বাস্থ্যকর’ ছিল। জাতিসংঘের তথ্যমতে, বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রধানত নিম্ন ও মধ্য-আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) জরিপে সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশে ৬৪টি জেলার মধ্যে ৫৪টিই বায়ুর মান আদর্শ মাত্রার চেয়ে খারাপ অবস্থায় আছে। আদর্শ মাত্রার মধ্যে আছে মাত্র ১০টি জেলার বায়ুর মান। ক্যাপসের গবেষণায় অতিরিক্ত দূষিত হিসাবে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশের ১৮টি জেলাকে।

LEAVE A REPLY