সারা-কার্তিক আবার এক হচ্ছেন?

সারা আলি খান ও কার্তিক আরিয়ানের ঘনিষ্ঠতার এই ছবি এখন ভাইরাল। ছবি: টাইমস অব ইন্ডিয়া

ভালোবাসার মাসে পুরনো প্রেম যেন মাথাচাড়া দিয়ে ওঠে। এই প্রেম প্রেম আবহাওয়ায় উন্মাতাল সবাই। যেমনটা বলিউড তারকা কার্তিক আরিয়ান ও সারা আলি খানের বেলাতেও দেখা গেছে! ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের আগে তাদের দুজনকে একসঙ্গে দেখা গেল। তবে কি বিভেদ ভুলে আবারো এক হচ্ছেন প্রাক্তন এই প্রেমিক জুটি?

২০২০ সালে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মুক্তি পায় ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজ কাল’ ছবিটি। এতে প্রথমবারের মতো জুটি বাঁধেন কার্তিক-সারা। শুটিং করতে গিয়েই পরস্পর পরিচিত হন। তারপর ভালোবাসার দোরগোড়ায় জল উথলে পড়তে থাকে। কিন্তু ছবিটির বক্স অফিস ব্যর্থতার মতো ব্যর্থ হয় তাদের ভালোবাসাও। প্রেমে বিচ্ছেদ ঘটে দুজনার। খবর বলিউড লাইফের।

সম্প্রতি এক ফ্রেমে দেখা গেছে দুই প্রাক্তনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়ে পড়েছে সেই ছবি। ছবিতে দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে কথা বলছেন কার্তিক ও সারা। দুজনের মুখেই চওড়া হাসি। একে অপরের সঙ্গ যে বেশ উপভোগ করছেন দুই তারকা, ছবি থেকেই তা স্পষ্ট। এই মুহূর্তে কোনো সিনেমায় একসঙ্গে কাজ করছেন না তারা। তবে কি এই সাক্ষাৎ একান্তই ব্যক্তিগত? এই নিয়েই প্রশ্ন উঠছে।ডি- এইচএ

LEAVE A REPLY