কী করে ফরসা হলেন কাজল? জানালেন গোপন কথা

অভিনেত্রী কাজল

বলিউডে গায়ের রং অনেক বড় বিষয় একজন অভিনেত্রীর জন্য। উজ্জ্বল ফরসা বর্ণের নায়িকাদের নিয়েই বলিউডের গ্ল্যামার দেখা যায় মূলত। তবে এই ধারাটা ভেঙে দিয়েছিলেন কাজল। নব্বইয়ের দশকে শ্যামবর্ণের কাজল বলিউডে এক নতুন জাগরণের সৃষ্টি করেন। ধবধবে ফরসা চামড়া বা আবেদন ছড়ানো গ্ল্যামার ছাড়াই নিজেকে বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের কাতারে নিয়ে যান অভিনয়শৈলীর গুণে।

তবে নব্বইয়ের দশক কাঁপানো ন্যাচারাল কাজল নতুন এই দশকে হুট করেই হাজির হলেন ভিন্ন রূপে! তাকে যেন আর চেনাই যায় না! বেশ কিছু সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার করে ত্বকের রং বদলে ফরসা হয়েছেন অভিনেত্রী! ব্যস, এর পর থেকেই শুরু হয়ে যায় নেটিজেনদের তীব্র কটাক্ষ।

তবে সম্প্রতি নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন কাজল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর মুখ সবটাই কালো মাস্কে ঢাকা। তার ওপরেই সানগ্লাস পরে দাঁড়িয়ে রয়েছেন কাজল। পরনে নীল টি-শার্ট। দোকানের মধ্যে তোলা সেই ছবিতে কাজল লিখেছেন, ‘যারা রোজ জিজ্ঞেস করে, কিভাবে এত ফরসা হলাম, এটা তাদের জন্য। এভাবে ফরসা হয়েছি।’

মূলত সূর্য থেকে নিজেকে দূরে রেখেই আগের চেয়ে ফরসা হয়েছেন অভিনেত্রী, এমনটাই ইঙ্গিত দিলেন নিজের ছবিতে। নেটিজেনদেরও দিলেন কড়া জবাব।

নব্বইয়ের দশকে নিজের প্রকৃত গায়ের রঙেই পরিচিত ছিলেন কাজল। কিন্তু ২০০৬ সালে ‘ফানা’য় কাজলকে নতুনরূপে দেখা যায়। তত দিনে গায়ের রং বদলে গেছে অনেকটাই। গত কয়েক দশকে কাজল ছিলেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাঁর সৌন্দর্যে মুগ্ধ সকলেই। 

কাজলকন্যা নায়সা দেবগন

শুধু কাজল নয়, তাঁর কন্যা নায়সা দেবগনকে নিয়েও গুঞ্জন শোনা যায়। মা নাকি মেয়েকেও ফরসা করেছেন ইন্ডাস্ট্রিতে ঢোকার আগেই। নেটিজেনদের এমন মন্তব্যেরও কড়া জবাব দিয়েছেন কাজল। মেয়ের পক্ষে অভিনেত্রী বলেছেন, ‘নায়সা খুব স্বাস্থ্য সচেতন। ভালো ভালো খাবার খায়, ফল খায় আর রূপচর্চা করে নিয়মিত। এতেই সে সুন্দর হয়ে উঠছে দিনে দিনে।’

LEAVE A REPLY