ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন অভিযোগ ইরানের

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ আনল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে পরিস্থিতি আরও ঘোলাটে করতে ইরানের ভেতর অস্ত্র পাচার করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। 

আল-আরাবিয়া জানিয়েছে, চলতি সপ্তাহে এনপিআর-কে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগ করেন। কোনো ধরনের প্রমাণ উপস্থাপন না করে তিনি বলেন, এসব অস্ত্র প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে সরবরাহ করা হয়েছে। এর উদ্দেশ্যে ছিল, জনগণের মধ্যে ব্যাপক হারে প্রতিশোধ স্পৃহা জাগ্রত করার মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষতিসাধন করা।

সাম্প্রতিক মাসগুলোতে ইরানে ব্যাপক হারে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। দেশটির ইসলামিক বিপ্লবের পর যা অন্যতম ভয়াবহ ঘটনা। কারণ সারা দেশে ছড়িয়ে পড়েছিল এই বিক্ষোভ। গত বছরের সেপ্টেম্বরে দেশটির মরাল (নৈতিকতা) পুলিশের হাতে আটক হওয়ার পর এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশের অভিযোগ, ইরানের আইন অনুযায়ী যথাযথভাবে হিজাব না পড়ায় মাহসা আমিনি নামের তরুণীকে আটক করা হয়। এরপর হার্টঅ্যাটকে (হৃদরোগ) তার মৃত্যু হয়; কিন্তু পরিবার অভিযোগ করে, ২২ বছর বয়সি আমিনি পুলিশি হেফাজতে নির্যাতনে মারা গেছেন।

এ নিয়ে বিক্ষোভ শুরু হলে তাতে ব্যাপক সাড়া জাগে। ইরানি কর্তৃপক্ষ শুরুতে কিছু না করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। এতে কয়েকশ বিক্ষোভকারী নিহত হন। তবে বিক্ষোভকারীদের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য নিহত হয়েছেন।

ওই সময় কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করে ইরানি পুলিশ। সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অন্তত ১০ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন; যার মধ্যে আটক বিক্ষোভকারীদের অনেকেই রয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

এবারের বিক্ষোভে ইরানি পুলিশের পদক্ষেপের জোরালো নিন্দা জানায় যুক্তরাষ্ট্র, ইসরাইল, ব্রিটেন ও তাদের মিত্ররা। এমনকি এই ইস্যুতে দেশটির ওপর অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। তবে তেহরান বারবার অভিযোগ করেছে যে, পশ্চিমারা তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এবার তাদের বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন আব্দুল্লাহিয়ান।

LEAVE A REPLY