বাঘের কামড়ের ৪ দিন পর হাসপাতালে ভর্তি

পূর্ব সুন্দরবনে বাঘের কামড়ে আহত ফজলু গাজী (৬৫) ৪ দিন পর বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি  হয়েছেন। শনিবার দুপুরে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৬ ই ফেব্রুয়ারি বিকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন সংলগ্ন এলাকার বনে গরু আনতে গিয়ে বাঘের আক্রমণে আহত হন উত্তর রাজাপুর গ্রামের ফজলুল হক গাজী। পরিবার সূত্রে আরও জানা যায়, তার একটি গরু ভরাট হওয়া ভোলা নদী পার হয়ে ধানসাগর স্টেশন সংলগ্ন রবের ছিলা এলাকার গভীর বনে ঘাস খেতে যায়। ওই গরু আনতে গেলে হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার (বাঘ) তার ডান পায়ে কামড় দেয়। এ সময় ফজলু ডাকচিৎকার করতে থাকলে কিছু দূরে থাকা ১০-১২ জন জেলে সংঘবদ্ধ হয়ে বাঘটিকে তাড়া করে। এতে বাঘটি ফজলুকে ছেড়ে বনে চলে যায়। বন বিভাগের ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না হয়ে গ্রাম্য চিকিৎসকের শরণাপন্ন হয়। ভালো চিকিৎসা না হওয়ায় পায়ে পচন ধরলে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন তিনি। বাগেরহাট জেলা হাসপাতালের পরিচালক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, বাঘের কামড়ে আহত ফজলু গাজীর ডান পায়ে পচন ধরে হাড্ডি পর্যন্ত দেখা যাচ্ছে, তবে সফল অস্ত্রোপচার করা হয়েছে, আশা করা যায় বড় ধরনের কোনো সমস্যা হবে না।

LEAVE A REPLY