৮২৪ রুশ সেনা নিহত, ইউক্রেনের দাবি

ইউক্রেন যুদ্ধ। ফাইল ছবি

২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রতিদিন ৮২৪ জন রুশ সেনা নিহত হচ্ছে বলে দাবি করেছে ইউক্রেন। সেই হিসেবে ইউক্রেনে রুশ সেনা অভিযানের প্রথম সপ্তাহের থেকে এ পর্যন্ত যে কোনো সময়ের তুলনায় চলতি মাসেই রুশ সেনা নিহতের হার সর্বোচ্চ পর্যায়ে। যদিও ইউক্রেনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কোনো বিশ্ব গণমাধ্যম।

ফেব্রুয়ারিতে প্রতিদিন ৮২৪ রুশ সেনা নিহতের যে তথ্য ইউক্রেন দিয়েছে তা গত বছর জুন-জুলাইয়ে নিহত রুশ সেনার চারগুণেরও বেশি। ওই সময় প্রতিদিন প্রায় ১৭২ জন রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছিল ইউক্রেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে (দনবাস উপত্যকা) বড় ধরনের অভিযান চালাচ্ছে রাশিয়া। এর মধ্যেই ইউক্রেনের পক্ষ থেকে রুশ সেনা নিহতের ঘটনা বাড়ছে বলে দাবি করা হলো। খবর বিবিসির।

ইউক্রেনের দাবি অনুযায়ী এখন পর্যন্ত এক লাখ ৩৭ সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছে। যদিও এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কেউ মুখ খোলেননি।ডি- এইচএ শেয়ার করুন

LEAVE A REPLY