সাহাবুদ্দিন চুপ্পু
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আইবিবিএলের ওয়েবসাইটে রবিবার পর্যন্ত ভাইস চেয়ারম্যান হিসেবে মো. সাহাবুদ্দিনের নাম থাকলেও সোমবার (১৩ ফেব্রুয়ারি) তা সরিয়ে নেয়া হয়েছে। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ইসলামী ব্যাংক সূত্র।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নিয়মানুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আর ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে থাকতে পারেন না তিনি। তাই আজ তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।
এর আগে চট্টগ্রামের জেএমসি বিল্ডার্সের পক্ষে ২০১৭ সালের জুনে মো. সাহাবুদ্দিন ব্যাংকটির পরিচালক নিযুক্ত হন ও এরপর তিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান। এত দিন একই পদে বহাল ছিলেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় ব্যাংকটির চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যানের বাইরে এখন পরিচালক রয়েছেন ১৬ জন।ডি- এইচএ
- শেয়ার করুন