লিবিয়া উপকূলে ৭৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

লিবিয়া উপকূলে জাহাজডুবিতে অন্তত ৭৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ কিংবা নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার লিবিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংগঠন আইওএমের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে  একথা জানানো হয়েছে।

লিবিয়ার রেড ক্রিসেন্ট ও স্থানীয় পুলিশ এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করেছে। আর তীরে আসা ৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আইওএম জানিয়েছে, জাহাজটি ত্রিপোলির পূর্বাঞ্চলীয় কসর আলকায়ার থেকে ইউরোপ অভিমুখে রওনা দিয়েছিল। এতে প্রায় ৮০ জন আরোহী ছিল। জাহাজ থেকে ৭ জন সাঁতরে তীরে আসতে পেরেছে।

বেশ কয়েকবছর ধরে আলজেরিয়া, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, তিউনিসিয়াকে সাব-সাহারা অঞ্চলের অভিবাসনপ্রত্যাশীরা অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য রুট হিসেবে ব্যবহার করছে। অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে সাগরে নজরদারি বাড়ালেও জীবনের ঝুঁকি নিয়ে অনেকে সাগর পাড়ি দিচ্ছেন।

LEAVE A REPLY