বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ভারতীয় সীমান্তবর্তী চন্দ্রডিঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান জানান, জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও বিওপি’র কমান্ডার নায়েক মো. মেহেদী আলমের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল ১৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল।
রাত আড়াইটার দিকে কলমাকান্দার চন্দ্রডিঙ্গা সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারী মাথায় কাপড়ের বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি’র জোয়ানরা তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে রেখে ভারতীয় সীমান্তের দিকে দৌড়ে পালিয়ে যায়।
পরে বিজিবি সেখান থেকে ২৮ লাখ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে। জব্দকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।