৪৫ বলে ৬৪ রানে মঈন আলীর বলে আউট হন শান্ত
টস জিতে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস সিলেটকে ব্যাট করার আমন্ত্রন জানায়। নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় সিলেটের ইনিংসের গোড়াপত্তন করতে মাঠে নামেন। তৌহিদ হৃদয় রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে গেলেও অপর প্রান্তে একাই লড়াই চালিয়ে যান শান্ত। ৩৮ বলে বিপিএল ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান করে সিলেট। শান্ত ৪৫ বলে ৬৪ রানে মঈন আলীর বলে আউট হন।
জাতীয় দলে রান খড়ায় থাকলেও বিপিএলের এবারের আসরে দারুণ ছন্দে ছিলেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১৫ ম্যাচে ৫১৬ রান করে আছেন রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে। বিপিএলে দেশি ব্যাটারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ ৪৯১ রান করেন মুশফিকুর রহিম। এর পরেই ৪৭৬ রান করে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন তামিম ইকবাল। আজ নবম আসরের ফাইনালে শান্ত ৬৪ রান করে ছাড়িয়ে যান তামিম ও মুশফিককে।
এখন পর্যন্ত বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান করেছেন রাইলি রুশো। ষষ্ঠ আসরে ৫৫৮ রান করেছিলেন তিনি। এরপর সপ্তম আসরেও ৪৯১ করেছিলেন রুশো। এর আগে পঞ্চম আসরে ৪৮৫ রান নিয়ে সেরা ছিলেন ক্রিস গেইল। ২০১৬ সালে তামিম ইকবাল করেছিলেন সর্বোচ্চ ৪৭৬ রান।ডি- এইচএ
আরও পড়ুন