সন্তানের মুখেভাত অনুষ্ঠানে রাজ-পরীর অতিথি পথশিশুরা

ছবি: সংগৃহীত

শরিফুল রাজ ও পরী মণি দম্পতির ছেলে রাজ্যর বয়স ছয় মাস পূর্ণ হয়েছে গত ১০ ফেব্রুয়ারি। দিনটিতে রাজ্যর মুখেভাতের আয়োজন করার কথা থাকলেও সন্তানের মুখেভাতের জন্য বসন্ত আর ভালোবাসা দিবসকেই বেছে নিয়েছেন তারা। ১৪ ই ফেব্রুয়ারি আয়োজন করা হয় রাজ্যর মুখেভাত। পরী মণির সন্তানের মুখেভাত আরো ব্যতিক্রমী হয়ে উঠেছে সোনার চামচ, বাটি, পথশিশুদের জন্য খাবারের আয়োজনের মধ্য দিয়ে।

সন্তানের মুখেভাত আয়োজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন পরী মণি। ক্যাপশনে লিখেছেন ‘ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখেভাত!’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

অতীতেও দেখা গেছে নিজের জন্মদিনসহ নানা আয়োজন পথশিশুদের সঙ্গে ভাগ করে নেন পরীমণি। ব্যতিক্রম ছিল না ছেলের মুখেভাত আয়োজনেও। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে বেশ কয়েকজন পথশিশুকে দেখা গেছে আয়োজনে শরিক হতে। যাদের নিজ হাতে খাইয়েছেন এই নায়িকা।

পরী জানিয়েছেন, বাড়ির ছাদেই সন্তানের মুখেভাতের আয়োজন করেছিলেন। ছাদে শামিয়ানা, পর্দায়, আলোকসজ্জা মিলিয়ে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনই ছিল।

এই আয়োজনে পরী মণি–রাজ দম্পতি, পথশিশুরা ছাড়াও ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী।এসএম 

LEAVE A REPLY