যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা দুই আরোহী নিহত হন। হেলিকপ্টারটি ছিলো ইউএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) আলাবামা অঙ্গরাজ্যের ব্যস্ত সড়কের মধ্যে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলোতে দুর্ঘটনার একাধিক ভিডিও রেকর্ড হয়েছে। এসব ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেছে।

কি কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়লো তা এখনো জানা যায় নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকেও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয় নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুপুর সাড়ে তিনটার দিকে হঠাৎ বিকট একটি বিস্ফোরণের শব্দ কানে আসে। এর কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন স্থানীয়রা। দ্রুত এমার্জেন্সি রেসপন্স টিমের একাধিক গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। মার্কিন রিপ্রেজেন্টেটিভ ডল স্ট্রং টুইট করে বলেন, ম্যাডিসন কাউন্টিতে যে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে, তাতে আমি অত্যন্ত দুঃখিত। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।এসএম 

LEAVE A REPLY