এবার ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তানিমবার দ্বীপে ৬.৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি এ তথ্য জানিয়েছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর আল আরাবিয়া’র।

এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৯৭ কিলোমিটার। এটি মালুকুর রাজধানী আমবনের ৫৪৩ কিলোমিটার দক্ষিণপূর্বে আঘাত হানে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির একজন মুখপাত্রের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবরও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়া তথাকথিত ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ এ অবস্থিত। এখানে বিশ্বের বিভিন্ন প্লেট অবস্থিত। এজন্য এখানে প্রায়ই ভূমিকম্প হয়।

LEAVE A REPLY