শত্রুঘ্ন সিনহার ভুলেই আজ বড় তারকা অমিতাভ!

অমিতাভ বচ্চন ও শত্রুঘ্ন সিনহা

বলিউডের একসময়ের প্রভাবশালী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সত্তর ও আশির দশকে পর্দা কাঁপিয়েছেন। ছিলেন অ্যাকশনের জন্য সর্বাধিক জনপ্রিয় একজন নায়ক। তবে নিজের কিছু ভুলে ক্যারিয়ারের অনেক বড় ক্ষতিই করে ফেলেছেন এই তারকা, যা সম্প্রতি স্বীকার করলেন নিজের মুখেই। 

এক অনুষ্ঠানে যোগ দিয়ে একগুচ্ছ মনের কথা ফাঁস করেছেন অভিনেতা। তখন ছিল ১৯৭৫ সাল। ৪৮ বছর আগে মুক্তি পেয়েছিল ভারত কাঁপানো চলচ্চিত্র ‘শোলে’। তবে অনেকেই হয়তো জানেন না, এই সিনেমার স্ক্রিপ্ট প্রথমে শত্রুঘ্ন সিনহার হাতে এসেছিল! এমনকি ‘দিওয়ার’ সিনেমার স্ক্রিপ্টটি প্রথম শত্রুঘ্ন সিনহার জন্যই প্রস্তুত করা হয়েছিল। দুটি বড় চলচ্চিত্র প্রত্যাখ্যান করার জন্য এখন অনুতাপ বোধ করেন অভিনেতা। এই দুটি সিনেমাই অমিতাভ বচ্চনের ক্যারিয়ারসেরা সিনেমা হিসেবে বিবেচিত হয়।

একসঙ্গে দুই বন্ধু শত্রুঘ্ন-অমিতাভ 

সম্প্রতি কলকাতায় এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দেন শত্রুঘ্ন সিনহা। তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, এমন একটি জিনিসের নাম বলতে যাতে তিনি অংশ হতে পারেননি এবং আফসোস করেছিলেন। অভিনেতা জানিয়েছেন, তিনি ‘দিওয়ার’ সিনেমার অংশ হতে না পেরে আফসোস করেছেন। এই সিনেমায় তিনি কাজ করতে পারেননি, যখন এই সিনেমাটি শুধু তাঁর জন্য লেখা হয়েছে।

অভিনেতা আরো জানান, ‘দিওয়ার’-এর স্ক্রিপ্টটি প্রথম তাঁর কাছে আসে। প্রায় ছয় মাস স্ক্রিপ্টটা পড়ে ছিল। বেশ কিছু সমস্যার কারণে ওই সিনেমাটি করতে রাজি হননি তিনি। এ ছাড়া ‘শোলে’ সিনেমাটিও তাঁকে প্রথমে অফার করা হয়েছিল, কিন্তু সেই সময়ে তাঁর হাতে অনেক সিনেমার কাজ ছিল। তারিখের অভাবে ‘শোলে’ পরে অমিতাভ বচ্চনকে অফার করা হয়।

অভিনেতা বলেছেন, ‘সেটা আমার করার কথা ছিল, যে ভূমিকাটা আমার বন্ধু অমিতাভ বচ্চন করেছিলেন। কেউ কেউ চেয়েছিলেন আমি গব্বরের ভূমিকায় অভিনয় করি। কিন্তু সেই সময় আমি ভিলেন চরিত্রে অভিনয় করার পর্যায় পার করে গিয়েছিলাম। একজন নতুন মুখ, জনপ্রিয় তারকা ছিলাম।’

পরে ‘দিওয়ার’ এবং ‘শোলে’র মতো সিনেমার কারণে অমিতাভ বচ্চন সুপারস্টার হয়ে ওঠেন। বিগ বির এই দুটি সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। প্রসঙ্গত, বলিউডে ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচিত শত্রুঘ্ন সিনহা ও অমিতাভ বচ্চন। তবে একাধিক সময় শত্রুঘ্ন-অমিতাভের মধ্যকার উত্তপ্ত সম্পর্ক শিরোনামে এসেছিল। শত্রুঘ্নকে যখন দুই তারকার ব্যক্তিগত সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি সাফ জানিয়েছেন, সংঘর্ষ তো লেগেই থাকে। অভিনেতাদের নিজস্ব ফ্যান ফলোয়িং আছে, যা তারকাদের ওপরও অনেক প্রভাব পড়ে। তাঁদের নিজস্ব স্টারডম ছিল।

তিনি বলেন, ‘আমরা যখন বুঝতে পারি এবং উপলব্ধি করি, তখন অহংকারের মতো জিনিসগুলো দূরে ঠেলে সরিয়ে রাখি।’ ইন্ডাস্ট্রিতে কারো সঙ্গে তার কোনো শত্রুতা নেই সাফ জানিয়েছেন অভিনেতা। ইন্ডাস্ট্রির সবার সঙ্গেই ভালো সম্পর্ক তাঁর।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

LEAVE A REPLY