সংগৃহীত ছবি
মেক্সিকোয় বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন হলিউড তারকা রিচার্ড গেয়ার। হাসপাতালে ভর্তি করা হয়েছে গোল্ডেন গ্লোব জয়ী এ অভিনেতাকে। তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
তৃতীয় স্ত্রী আলেজান্দ্রা সিলভার জন্মদিন পালন করতেই মেক্সিকোয় গিয়েছিলেন রিচার্ড। সেখানেই অসুস্থ হয়ে পড়েন ৭৩ বছর বয়সি এ অভিনেতা। হোটেল রুমেই চিকিৎসককে ডাকা হয়। রিচার্ডকে পরীক্ষা করে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর অভিনেতার শারীরিক পরীক্ষা করা হয়।
জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। এখন রিচার্ডের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে অভিনেতার বয়সের কথা মাথায় রেখে তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
সূত্র : সংবাদ প্রতিদিন