হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত
হাথুরুসিংহের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। সাবেক সতীর্থ চন্ডিকা হাথুরুসিংহকে কোচিং প্যানেলে প্রধান কোচ হিসেবে পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) হেরাথ বলেন, চন্ডিকা সম্পর্ক আপনারা জানেন। তিনি আগেও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ছিলেন এবং তার অধীনে টাইগাররা ভাল করেছে। আমার নিজের বিষয়ে বলবো, আমি তার সঙ্গে ও তার কোচিংয়ে খেলেছি। তার কাছ থেকে ফিডব্যাক সম্পর্কে আমি অত্যন্ত ইতিবাচক। একই সঙ্গে আমার বিশ্বাস তাকে পেয়ে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে।
২০১৪-২০১৭ পর্যন্ত প্রথম দফায় প্রধান কোচ থাকাকালীন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে দুর্দান্ত দলে পরিণত করেছেন হাথুরুসিংহে। তার অধীনে, তিন ফরম্যাটেই অনেক স্মরণীয় জয় পেয়েছিলো বাংলাদেশ।
অবশ্য কোচ হিসেবে বাংলাদেশ থেকে চলে যাওয়া মধুর ছিল না হাথুরুসিংহের। তবে খেলাটির বাকি দুই ফরম্যাট টেস্ট ও টি-টোয়েন্টিতে টাইগারদের শক্তিশালী করতে পারবেন প্রত্যাশায় বিসিবি আগামী দুই বছরের জন্য তাকে আবারো নিয়োগ দেয়।
কোচ হিসেবে দ্বিতীয় দফায় হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজটি। আগামী মাসেই ইংলিশদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।এসএম