তাজুলের আত্মসাতকৃত ১১২ কোটি টাকা ফেরত চান গ্রাহকেরা

উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক চেয়ারম্যান এম. তাজুল ইসলামের কাছ থেকে আত্মসাতকৃত ১১২ কোটি টাকা ফেরত চান সমবায়ী প্রতিষ্ঠান আজিজ কো-অপারেটিভের গ্রাহকেরা।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আমনতকারী, কর্মকর্তা ও কর্মচারীদের সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১০১৯ সালের ১১ জুলাই দুদকের মামলা, সিআইডির মানি লন্ডারিং মামলা ও গ্রাহকদের করা প্রায় অর্ধ শতাধিক মামলায় গ্রেফতার হয়ে কারারুদ্ধ হন আজিজ কো-অপারেটিভের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম। এরপর গত বছরের ৫ ডিসেম্বর ছয় মাসের মধ্যে গ্রাহকদের ১১২ কোটি ফেরত দেয়ার শর্তে তাজুল ইসলাম সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে ছয় মাসের জামিন পান। কিন্তু প্রায় আড়াই মাস পার হতে চললেও তিনি টাকা ফেরত দেননি। টাকা ফেরতে চাইতে গেলে তার সকল অপকর্মের হোতা ভাই রফিকুল ইসলাম, ছেলে সাজ্জাদুল ইসলাম তানভীর, স্ত্রী আফরোজা পারভীন, আজিজ কো-অপারেটিভ শপিং মলের সাবেক মার্কেটিং প্রধান সাইফুল, রাকিব ও সহকারী প্রকৌশলী আলিফ বর্তমান কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের নানা মাধ্যমে হুমকি দিচ্ছেন। তাদের নামে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট থাকলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

এদিকে, লোপাট হওয়া টাকা ফেরত না পাওয়ায় ১১ হাজার গ্রাহক ও তিন শতাধিকের বেশি কর্মকর্তা কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। বন্ধ হয়ে যাওয়া ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক শাখার কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের চাপে এরই মধ্যে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এছাড়া, চলমান শাখাগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাই তারা টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী,পুলিশ প্রধান ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহযোগিতা ও হস্তক্ষেপ চেয়েছেন। একই সঙ্গে তাজুল ইসলাম ও তার সহযোগীদের শাস্তির দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমানত স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক এসএম হারুনার রশিদ, যুগ্ম আহ্বায়ক শেখ আছাদুর রহমান পিয়ারুল, হেলাল উদ্দিন, আব্দুল হামিদ, কমিটির সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।ডি- এইচএ 

LEAVE A REPLY