নতুন করে তুরস্ক কেঁপে উঠলো ৩৩ বার

A man walks among rubble as he searches for people in a destroyed building in Adana, Turkey, Monday, Feb. 6, 2023. A powerful quake has knocked down multiple buildings in southeast Turkey and Syria and many casualties are feared. (AP Photo/Khalil Hamra)

ভূমিকম্পে আবারো কেপে উঠল তুরস্ক। স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এরপর আরও ৩২টি পরাঘাতে কেঁপে উঠেছে তুরস্কের ওই অঞ্চল। ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বমোট ৩৩ বার কেঁপে উঠলো তুরস্ক।

দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, সোমবার রাতের ভূমিকম্পের পর ৩২টি পরাঘাত অনুভূত হয়েছে। যার মধ্যে একটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। খবর বিবিসির।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সোইগু নিশ্চিত করে জানান, ভূমিকম্পে ৩ জন নিহত ও কমপক্ষে ২১৩ জন আহত হয়েছেন। নিহত তিনজন হাতায় প্রদেশের আনতাকিয়া, দেফনে ও সামানদাগি শহরের বাসিন্দা।

বেসামরিক সূত্রে জানা যায়, শুধু তুরস্ক নয়, পাশের দেশ সিরিয়া, লেবানন ও মিসরেও ভূকম্পন অনুভূত হয়েছে। এবারের এ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৬৮০ জন আহত গয়েছে।

গৃহযুদ্ধের সময় থেকে সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ভূমিকম্পের পর সিরিয়ায় আহত ৪৭০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

LEAVE A REPLY