‘বাবর তো কথাই বলতে পারে না’!

সংগৃহীত ছবি

পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজমের সমালোচকের অভাব নেই। তাদের অন্যতম সাবেক গতি তারকা শোয়েব আখতার। পাকিস্তান অধিনায়কের সামর্থ্য নিয়ে শোয়েবের কোনো সন্দেহ না থাকলেও একটা জায়গায় তিনি ঘাটতি দেখছেন। আর সেটা হলো বাবরের যোগাযোগ দক্ষতা। ক্যামেরার সামনে নাকি তিনি ঠিকঠাক কথাই বলতে পারেন না!

শোয়েবের মতে, বাবর বিশ্বের সেরা তারকাদের একজন হয়েও নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি। পাকিস্তানের স্থানীয় একটি টিভি চ্যানেলে সম্প্রতি শোয়েব বলেন, ‘ক্রিকেট খেলা একটা কাজ, আর গণমাধ্যম সামলানো আরেকটা। কথা বলতে না পারলে টিভি পর্দায় আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন না। আমি সরাসরি বলতে চাই, বাবর আজম পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হওয়া উচিত। কিন্তু কেন সে পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হয়ে ওঠেনি? কারণ সে কথা বলতে পারে না।’

টানা দুই বছর ধরে ওয়ানডেতে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বাবর। তার ব্যাটে রানের ফোয়ারা ছুটছে। আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে এক নম্বর ব্যাটসম্যান তিনি। টেস্ট আর টি-টোয়েন্টিতে আছেন তিন নম্বরে। অনেক সাবেক ক্রিকেটারই তাকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন। তবে কথা বলতে না পারায় বিজ্ঞাপনের বাজারে বাবরসহ আরও কয়েকজনের চাহিদা নেই বলে মত দেন শোয়েব, ‘দলে আর কোনো ক্রিকেটার আছে, যারা ভালো কথা বলতে পারে? কেবল আমি, শাহিদ আফ্রিদি ও ওয়াসিম আকরাম কেন সব বিজ্ঞাপন পাই? কারণ আমরা এটাকে পেশা হিসেবে নিয়েছি।’

LEAVE A REPLY