পাকিস্তানিরা প্রচার পেতে ভারতীয় ক্রিকেট নিয়ে কথা বলে: গাভাস্কার

সংগৃহীত ছবি

ভারতের মাটিতে এই মুহূর্তে চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ। প্রথম দুই টেস্ট জিতে নিয়েছে স্বাগতিকরা। ভারতের চিরশত্রু পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের প্রায়ই দেখা যায়, কোহলি-রোহিতদের নিয়ে মন্তব্য করতে। অনেকে আবার ম্যাচ বিশ্লেষণও করে থাকেন। ভারতের কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার মনে করেন, পাকিস্তানিরা প্রচার পাওয়ার জন্যই ভারতের ক্রিকেট নিয়ে সবসময় কথা বলে।

গাভাস্কার চলতি ভারত-অষ্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন। এই সিরিজে রান পাচ্ছেন লোকেশ রাহুল। তাকে নিয়ে সোশ্যাল সাইটে নানা মন্তব্য করছেন পাকিস্তানি সাবেকরা। এতেই চটেছেন গাভাস্কার। তিনি বলেন, ‘ম্যাচের ঘটনা নিয়ে সোশ্যাল সাইট আলোচনা হতে থাকে। মাঠে ক্রিকেটারদের যেমন লড়াই করতে হয়, তেমনই মাঠের বাইরেও করতে হয়। সীমান্তের ওপার থেকেও মন্তব্য আসে। বেশি লোক যাতে তাদের সোশ্যাল সাইট দেখে, সেই আশাতেই তারা ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করে। প্রায় প্রতিদিনই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের তুলনা করা হয়।’

পাকিস্তানি সাবেকদের ইঙ্গিত করে গাভাস্কার আরও বলেন, ‘তারা বলে ভারতীয় ক্রিকেটারদের চেয়ে পাকিস্তানের ক্রিকেটাররা অনেক ভালো। সাবেক ক্রিকেটাররা জানে, ভারতীয় সমর্থকরা সঙ্গে সঙ্গে নিজেদের ক্রিকেটারদের পক্ষে কমেন্ট যুদ্ধে নেমে পড়বে। আর তাতে সোশ্যাল সাইট তাদের (পাকিস্তানি ক্রিকেটার) ভক্তের সংখ্যা বাড়বে।’ এছাড়া অনেকে আইপিএলের সমালোচনা করলেও গাভাস্কার এই লিগের পক্ষ নিয়ে বলেন, ‘দুটি সেরা দল যখন মাঠে নামে, তখন লড়াই তো হবেই। আইপিএলে অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গে দেশের ক্রিকেটাররা থাকে। কিন্তু দেশের হয়ে খেলতে নামলে কেউ কাউকে ছাড় দেয় না।’

LEAVE A REPLY