ইউক্রেনের পাশে থাকায় বাইডেনকে যা বললেন পোল্যান্ডের প্রেসিডেন্ট

‘আমরা ভেবেছিলাম ইউক্রেনকে তিনদিনের মধ্যে পরাজিত করে ফেলবে রাশিয়া। তবে এ ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। আর এমনটা সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ইউক্রেনকে সহায়তার কারণে।’

মঙ্ঘলবার বাইডেনের সঙ্গে বৈঠকের পর পোল্যান্ডের ওয়ারশে অবস্থিত রয়েল ক্যাসলে ভাষণের সময় এসব কথা বলেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। খবর সিএনএনের। 

তিনি আরও বলেন, আমরা ইউক্রেনের পাশে আছি। ইউক্রেন দীর্ঘজীবী হোক সেই কামনা করি। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন কংগ্রেস সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন। 

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের এক বছর হতে চলেছে আগামী ২৪ ফেব্রুয়ারি। এর আগে সোমবার  গোপনে কিয়েভ সফর করেছেন জো বাইডেন। তার সফরের একদিন পরই রাশিয়ায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে পশ্চিমাদের বিরুদ্ধে হুঙ্কার তুললেন ভ্লাদিমির পুতিন। 

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে অসীম শক্তি প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত ঘোষণা করেছেন পুতিন। 

LEAVE A REPLY