ইউরোপের বাজারে পোশাক আমদানি ৯৫.১৭ বিলিয়ন ডলার

DHAKA, BANGLADESH - JULY 5: Garment workers work at a factory during a countrywide lockdown to try to contain the spread of Covid-19 on July 5, 2021 in Dhaka, Bangladesh. Bangladesh enacted a seven day lockdown on July 1st in an effort to contain a third wave of Covid, as cases have surged, fueled by the Delta variant first detected in neighboring India. Under special arrangements with the government, garment factories across the country are allowed to stay open. (Photo by Allison Joyce/Getty Images)

ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সাম্প্রতিক প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২২ সালে জানুয়ারি থেকে নভেম্বরের, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্ব থেকে ৯৫ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে, পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৩৯ শতাংশ।

জানুয়ারি-নভেম্বর ২০২২ সময়ে, ইইউ বাংলাদেশ থেকে ২১ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, কারণ বাংলাদেশ ইইউয়ের জন্য পোশাক আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস। ২০২১ সালের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি ৩৮ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে।

চীন ২৯ দশমিক ৪০ শতাংশ শেয়ার নিয়ে ইইউয়ে সর্ববৃহৎ পোশাক সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে। ২০২২ সালের প্রথম এগারো মাসে, চীন থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি ২৭ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ২৯ শতাংশ। একই সময়ে, তুরস্ক থেকে আমদানিও পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানি ১১ দশমিক ০৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ভারত থেকেও আমদানি ৪ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৫২ শতাংশ।

অন্যান্য শীর্ষ সরবরাহকারী দেশগুলোর মধ্যে, কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানি যথাক্রমে ৩৫ দশমিক ৮৯ শতাংশ, ৩৪ দশমিক ১৬ শতাংশ, ২৭ দশমিক ৯৯ শতাংশ, ৮ দশমিক ১৩ শতাংশ, ১৭ দশমিক ৩২ শতাংশ ও ২৭ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।ডি- এইচএ

LEAVE A REPLY