বিজেপিকে হারিয়ে দিল্লি পৌরসভার মেয়র পদ জিতেছে আম আদমি পার্টি (আপ)। বুধবার (২২ ফেব্রুয়ারি) মেয়র নির্বাচনে আপ প্রার্থী শেলি ওবেরয় ৩৪ ভোটে হারান বিজেপির রেখা গুপ্তকে। শেলি পেয়েছেন ১৫০ ভোট, রেখা ১১৬। খবর এনডিটিভির
দিল্লি পৌরসভার ২৫০ আসনের মধ্যে গত ডিসেম্বরের ভোটে আপ জিতেছিল ১৩৪টি, বিজেপি ১০৪ ও কংগ্রেস ৯টি। ৩টি ওয়ার্ডে জেতেন স্বতন্ত্র প্রার্থীরা।
এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন। টুইটে কেজরিওয়াল লেখেন, জনতা জিতেছে, গুন্ডারা হেরেছে।কেএইচ