১৬০ কিলোমিটার গতিতে বোলিং করার লক্ষ্য পাকিস্তানি তরুণ পেসারের

পাকিস্তানকে বলা হয় পেস বোলার তৈরির কারখানা। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতাররা একটা সময় মাতিয়েছেন গোটা ক্রিকেট বিশ্ব। বর্তমানে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহরা। দলটি কখনোই পেস বোলিং সংকটে ভোগে না। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চলতি আসরে দুর্দান্ত গতি দিয়ে সবার নজর কেড়েছেন ইনসানুল্লাহ নামের এক তরুণ পেসার। মুলতান সুলতানসের হয়ে খেলা এই তরুণের লক্ষ্য ১৬০ কিলোমিটার গতিতে বোলিং করা।

পিএসএলের চলতি আসরের প্রথম চার ম্যাচেই ১২ উইকেট শিকার করেছেন ইনসানুল্লাহ। এখন পর্যন্ত উইকেট তালিকায় শীর্ষে আছেন ২০ বছর বয়সী এই পেসার। পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার আব্দুল রাজ্জাক মনে করেন, ১৬০ কিলোমিটার গতিতে বোলিং করার সামর্থ্য র‌য়েছে ইনসানুল্লাহর।

রাজ্জাকের দাবির সঙ্গে সুর মিলিয়েছেন ইনসানুল্লাহ নিজেও। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ঘণ্টায় ১৫৭ কিলোমিটার গতিতে বোলিং করা ভারতীয় পেসার উমরান মালিককে ছাড়িয়ে যেতে চান তিনি। নিজের লক্ষ্যের কথা জানিয়ে ইনসানুল্লাহ বলেন, ‘ইনশাল্লাহ, উমরান মালিকের ১৫৭ কিলোমিটার গতি অতিক্রম করার চেষ্টা করব। আমি তার (উমরানের) রেকর্ড ভাঙার চেষ্টা করব। আমার লক্ষ্য থাকবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে বোলিং করা।’

LEAVE A REPLY