আইপিএলে অধিনায়কত্ব পেলেন ওয়ার্নার ও মার্করাম

বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। খেলতে পারবেন না বাকি দুই টেস্টে। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় চলে গেছেন ওয়ার্নার। তবে এই দুঃসময়ে দারুণ একটি সংবাদ পেয়েছেন এই অস্ট্রেলীয় তারকা। তাঁকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস।

দলটির নিয়মিত অধিনায়ক ঋষভ পন্থ গত ডিসেম্বরের শেষ দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হন। আইপিএলের আসন্ন আসরে খেলা হবে না তাঁর। পন্থের অনুপস্থিতিতে ওয়ার্নারকে দেওয়া হলো নেতৃত্ব। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন অক্ষর প্যাটেল। দিল্লির মালিকানা গ্রুপের এক সদস্য ক্রিকবাজকে বলেন, ‘ডেভিড আমাদের অধিনায়ক হবে, অক্ষর প্যাটেল তার ডেপুটি।’

আইপিএলে অধিনায়কত্ব করাটা অবশ্য নতুন কিছু নয় ওয়ার্নারের জন্য। সানরাইজার্স হায়দরাবাদকে সাড়ে চার বছর নেতৃত্ব দিয়েছেন এই ব্যাটার। তাঁর নেতৃত্বেই ২০১৬ সালের আইপিএল শিরোপা জেতে হায়দরাবাদ। ২০২১ সালের আইপিএলের মাঝপথে ওয়ার্নারের অধিনায়কত্ব কেড়ে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে সানরাইজার্স হায়দরাবাদও। দক্ষিণ আফ্রিকান ব্যাটার অ্যাইডেন মার্করামকে দেওয়া হয়েছে নেতৃত্ব। গত বছর হায়দরাবাদকে নেতৃত্ব দিয়ে ব্যর্থ হলে কেন উইলিয়ামসনকে অব্যাহতি দেয় দলটি। উল্লেখ্য, আগামী ৩১ মার্চ শুরু হবে আইপিএলের আসর।

LEAVE A REPLY