পিসিবির চেয়ারম্যান হওয়ার ইচ্ছা শোয়েবের

পাকিস্তানের ক্রিকেটে কিছুদিন আগেই পালাবদল হয়েছে। রমিজ রাজাকে সরিয়ে বোর্ডের ক্ষমতায় এসেছেন নাজাম শেঠি। তাকেও পছন্দ করছেন না পাকিস্তান ক্রিকেটের একাংশ। এর মাঝেই গতি তারকা শোয়েব আখতার পিসিবির চেয়ারম্যান হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। যে শোয়েব একসময় বল হাতে বিপক্ষের ত্রাস ছিলেন, তিনি এবার আসতে চাইছেন ক্রিকেট প্রশাসনে।

সম্প্রতি পাকিস্তানের এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হতে চাই। দেশ থেকে অনেক তারকা তুলে আনতে চাই। প্রথমে দেশের ক্রিকেট থেকে ৫০ জন তারকা, তারপর সেটা বাড়িয়ে ১০০, ২০০ থেকে ২০০০ তারকা ক্রিকেটার তুলে আনতে চাই। পাকিস্তান ক্রিকেটের কাছে আমি অনেকাংশে ঋণী। তাই এবার দেশের ক্রিকেটকে সেবা করাই আমার লক্ষ্য।’ এখন দেখার, শোয়েবকে পিসিবির চেয়ারম্যান হিসেবে পাকিস্তানের সরকার বিবেচনা করে কিনা।

নিজের ক্রিকেট ক্যারিয়ারের স্মৃতিচারণ করে শোয়েব বলেন, তাকে একবার অধিনায়ক হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এর কারণ সম্পর্কে শোয়েব বলেন, ‘আমি তখন ফিট ছিলাম। হয়তো পাঁচটা ম্যাচের মধ্যে তিনটাই খেলতে পারতাম। তাই ২০০২ সালে অধিনায়কত্ব করার প্রস্তাব দেওয়া হলে হয়তো আর দেড়-দুই বছর খেলতে পারতাম। সেটা চাইনি। তবে সতীর্থদের প্রতি সমর্থন ছিল। কিন্তু তখন বোর্ডের অবস্থা ভালো ছিল না। চারদিকে অব্যবস্থাপনা। তাই দায়িত্ব নেইনি।’

LEAVE A REPLY