ছবি : এএফপি
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে পিছিয়ে পড়েছে ম্যাঞ্চেস্টার সিটি। গতকাল রাতে প্রথম লেগের ম্যাচে লিপজিগের সাথে ১-১ গোলের ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে। পরের লেগে লিপজিগকে বিদায় করতে প্রয়োজনে নয়জন স্ট্রাইকার নামিয়ে দেবেন সিটি বস পেপ গার্দিওলা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অনেকটা মজা করেই তিনি এই মন্তব্য করেছেন।
তিন বছর বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন গার্দিওলা। সে কারণেই জার্মান ক্লাবগুলোর সম্পর্কে তার ভালো ধারণা আছে। গার্দিওলার মতে জার্মান ক্লাবটির গতির কাছেই পরাস্ত হয়েছে সিটি, ‘আমি এখানে ৪-৩ গোলে হারতে আসিনি। ম্যানচেস্টারে ম্যাচটি আরো বেশি আকর্ষণীয় হবে। লিপজিগ আজ আমাদের থেকে ভালো খেলেছে। যে দলটিতে অনেক বেশি পরিবর্তন হয়েছে তেমন একটি দলের সাথে খেলাটা সবসময়ই কঠিন। তাদের দলে যে গতি আছে আমাদের মধ্যে সেটা নেই।’
গার্দিওলা আরো বলেন, ‘এমনও হতে পারে ফিরতি লেগে আমি নয়জন স্ট্রাইকার নিয়ে মাঠে নেমে যাব! আমার এই দেশে কোচিংয়ের অভিজ্ঞতা আছে। আমি লিপজিগ সম্পর্কে জানি। ম্যাচটা সত্যিই অসাধারণ ছিল। মানুষ যদি এটা পছন্দ না করে থাকে তবে সেটা তাদের ব্যপার। সব লিগের সব দলই শক্তিশালী। সে কারণেই এক সময় লিগের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা সহজ হলেও বর্তমানে সেটাও কঠিন হয়ে গেছে। এখানে প্রতিটি ম্যাচেই দারুণ প্রতিদ্বন্দ্বীতা হয়ে থাকে।’