জোব্বা গায়ে কী বার্তা দিলেন রোনাল্ডো

হাতে তলোয়ার। গায়ে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক। এ কোন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

২২ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রতিষ্ঠা দিবস। গত বছর রাজা সালমান এক সরকারি ঘোষণায় দিনটিকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করেন। ৩৮ বছর বয়সি রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বছরে ১৭৩ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর নতুন সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন। 

তাই গায়ে সাদা জোব্বা পরে সতীর্থদের সঙ্গে আরবীয় পানীয় গ্রহণ করেন পর্তুগিজ সুপারস্টার। টুইটারে লিখেছেন, ‘প্রতিষ্ঠা দিবসে সৌদি আরবকে শুভেচ্ছা।’

এদিকে আল নাসর ক্লাবের পুষ্টিবিদ জানালেন রোনাল্ডোর ফিটনেসের রহস্য পুষ্টিবিদ জোস ব্লেসা বলেন, ‘রোনাল্ডো খাওয়া-দাওয়া নিয়েও অনেক বেশি সচেতন। আমি দেখিনি, কোনো ক্লাবের ফুটবলাররা প্রতিদিন ফিটনেসে আগের থেকে ৯০ শতাংশ উন্নতি করছে। ফুটবলারদের শরীরে চর্বি কমেছে, পেশির জোর বেড়েছে। এখানে কাজ করাটা আমার কাছে দারুণ একটা ব্যাপার।’

তিনি বলেন, ‘রোনাল্ডোর সঙ্গে কথা বলাটা আমার কাছে শিক্ষা পাওয়ার মতো। খাওয়া-দাওয়া এবং বিশ্রাম কতটা গুরুত্বপূর্ণ, এ নিয়ে আমরা আলোচনা করি। রোনাল্ডোর হাতে একটি আংটি এবং ব্রেসলেট রয়েছে। রোনাল্ডো কতক্ষণ ঘুমাচ্ছে সেটা ওই আংটিতে ধরা পড়ে। সেই সঙ্গে কতটা পরিশ্রম করছে সেই তথ্যও দেখতে পাওয়া যায়। হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রা সব তথ্যই জমা হয় ব্রেসলেটে।’

ব্লেসা বলেন, ‘রোনাল্ডো আমাকেও সাহায্য করে। আগে সে অনুশীলনে আসে, সবার শেষে যায়। অন্য ফুটবলাররা ওকে দেখে শেখে। রোনাল্ডো নিজেই একটা স্কুল। সবাই ওর মতো হতে চায়।’

LEAVE A REPLY