সেরা অভিনয়শিল্পী পরী মণি

বৃহস্পতিবার কারচারাল জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের (সিজেএফবি) সেরা অভিনয়শিল্পীর (নারী) পুরস্কার অর্জন করেন চিত্রনায়িকা পরী মণি। ছবি: ফেসবুক

কালচারাল জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের (সিজেএফবি) সেরা অভিনয়শিল্পীর (নারী) পুরস্কার অর্জন করেছেন ঢাকাই চিত্রনায়িকা পরী মণি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘মুহুর্তটা তোলা থাকলো রাজ্যের অ্যালবামে।’ডি- এইচএ

LEAVE A REPLY