সহিংসতা কমাতে সম্মত ইসরাইল-ফিলিস্তিন

চলমান সংঘাত-সহিংসতা ও উত্তেজনা কমানোর বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছে ইসরাইল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ।

রোববার এ বিষয়ে দুই দেশ একটি যৌথ বিবৃতিও দিয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে ইসরাইল-ফিলিস্তিনির এক বিশেষ বৈঠক থেকে এ সিদ্ধান্ত আসে। এতে যুক্তরাষ্ট্র ও মিসরের কমকর্তারাও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে দীর্ঘ মেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতেও একমত হয়েছে দুদেশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেশকিছুদিন ধরেই ইসরাইল অধিকৃত ফিলিস্তিনে নানা এলাকায় থেমে থেমে সহিংসতা চলছে। ইসরাইলি বাহিনীর অভিযানগুলো কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে ফিলিস্তিনিরা।

জর্ডানের আকাবায় অবস্থিত রেড সি রিসোর্টের বৈঠকে এই উত্তেজনা প্রশমনের ওপর জোর দেওয়া হয়েছে। 

অনেক বছর পর এই উপলক্ষে ইসরাইল ও ফিলিস্তিনের নিরাপত্তা প্রধানরা এক টেবিলে বসলেন। এ সময় মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ উপদেষ্টা ব্রেট ম্যাকগার্কও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY