লিওনেল মেসির রাতটা আর্জেন্টিনারও

সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি। কাতার ২০২২ বিশ্বকাপের পর প্রত্যাশিতই ছিল-ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট অ্যাওয়ার্ড’ এবার আর্জেন্টাইন মহানায়কের হাতেই উঠবে।

সোমবার রাতে প্যারিসের আলো ঝলমলে মঞ্চে ২০২২ সালের সেরা পুরুষ ফুটবলার হিসাবে মেসির নাম ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সারলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সব জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকদের ভোটে দুই ফরাসি কিলিয়ান এমবাপ্পে (৪৪ পয়েন্ট) ও করিম বেনজেমাকে (৩৪ পয়েন্ট) হারিয়ে সব সংস্করণ মিলিয়ে রেকর্ড সপ্তমবার ফিফার বর্ষসেরা হলেন মেসি (৫২ পয়েন্ট)।

ট্রফি নিতে মঞ্চে যাওয়ার আগে পাশের চেয়ারে বসা পিএসজি সতীর্থ এমবাপ্পের কাছ থেকে প্রথম অভিনন্দন পান আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও মেসির কাছে হার মানতে হয়েছিল এমবাপ্পেকে। ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়েও একই পরিণতির পর ফরাসি ফরোয়ার্ড বললেন, ‘মেসিকে অনেক অনেক অভিনন্দন। আপনিই সেরা।’

মেসির রাতটা ছিল আর্জেন্টিনারও। বেস্ট অ্যাওয়ার্ডের আট পুরস্কারের চারটিই গেছে আর্জেন্টিনার ঝুলিতে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কার জিতেছেন লিওনেল স্কালোনি। রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানসিটির পেপ গার্দিওলাকে পেছনে ফেলে সেরার স্বীকৃতি পেয়েছেন সোমবার রাতে আর্জেন্টিনার সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করা স্কালোনি।

আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের আরেক নায়ক এমিলিয়ানো মার্তিনেজের হাতে উঠেছে সেরা পুরুষ গোলকিপারের পুরস্কার। সেটি হাতে নিয়ে আবেগাপ্লুত মার্তিনেজ বলেন, ‘সবাই জানতে চায় আমার আদর্শ কারা। মা-বাবাকে প্রতিদিন আট-নয় ঘণ্টা কাজ করতে দেখেছি। তারাই আমার আদর্শ।’

এছাড়া ফিফা ‘ফ্যান অ্যাওয়ার্ড’ পেয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা। আর্জেন্টাইনদের জয়জয়কারের রাতে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস। অনুষ্ঠানে ফিফা সভাপতি স্মরণ করেন ফুটবলের প্রয়াত রাজা পেলেকে।

ইনফান্তিনোর হাত থেকে পুরস্কার নেওয়ার পর মেসি জানান বিশ্বকাপ জিতে তার স্বপ্নপূরণের কথা, ‘বছরটা আমার জন্য দারুণ ছিল। অনেক ত্যাগের পর স্বপ্নপূরণ হয়েছে। খুব কম খেলোয়াড়ই বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারে। নিজের পরিবার, সতীর্থ ও আর্জেন্টিনার মানুষদের ধন্যবাদ জানাই।’

LEAVE A REPLY