বিয়ের পর খুলল ভাগ্য, ক্যাটরিনার জায়গায় কিয়ারা!

বিয়ের পর পরই ভাগ্য খুলে গেল কিয়ারার! ক্যাটরিনা কাইফকে সরিয়ে ঠাণ্ডা পানীয়, স্লাইসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন তিনি। কাটা আমের থালা হাতে ইনস্টগ্রামে নিজের নতুন বিজ্ঞাপন পোস্ট করেছেন সিদ্ধার্থ ঘরণী।

বিজ্ঞাপনের শুরুতেই সেই ম্যাঙ্গো ড্রিংকসের বোতল হাতে হাঁটতে দেখা গেল কিয়ারাকে। এক কাঁধ খোলা হলুদ ব়্যাফলড টপ আর ম্যাচিং স্কার্টে ক্যামেরায় ধরা দিলেন কিয়ারা। এক ছাদ খোলা রেস্তোরায় ওই ঠাণ্ডা পানীয় নিয়ে বসলেন অভিনেত্রী। অন্য টেবিলে বসে থাকা এক যুবক তো ফিদা কিয়ারার রূপের নেশায়। এরপর কিয়ারাকে ওই পানীয় খেতে দেখে সেও তা অর্ডার করে বসবে।

এদিকে বিজ্ঞাপনে যেভাবে ক্যাটরিনাকে ম্যাঙ্গো ড্রিংকসের ফোঁটা চেটেপুটে এর স্বাদ উপভোগ করতে দেখা গিয়েছিল, তেমনটাই অনেকটা নকল করেছেন কিয়ারা।

তবে এতে মন ভরেনি ক্যাটরিনা ভক্তদের। একজন লেখেন, ‘আমার চোখে ক্যাটরিনাই চিরকাল এই ব্র্যান্ডের মুখ থাকবে, ওর সঙ্গে কারুর তুলনা চলে না’।

অপর একজন লেখেন, ‘কিয়ারা সুন্দরী, তবে ক্যাটের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। ভালো লাগল না’। অনেকেই লিখেছেন, এই ব্র্যান্ডের সঙ্গে ক্যাটরিনার নাম সমার্থক।

কেউ কেউ তো মজা করে লিখেছেন, ‘ভিকি এবার বলবে আমার বউয়ের ব্যবসাটাই ছিনিয়ে নিচ্ছে।’

গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বিয়ের পর্ব সেরেছেন সিদ্ধার্থ-কিয়ারা। রাজস্থানে বিয়ের অনুষ্ঠানের পর মুম্বাইয়ের বন্ধুদের জন্য গ্র্যান্ড রিসিপশনের আয়োজনও করেছিলেন জুটি।

আগামীতে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে কিয়ারাকে।

View this post on Instagram

A post shared by KIARA (@kiaraaliaadvani)

LEAVE A REPLY