হৃদরোগ থেকে সুস্থ হয়ে ফের নতুন বার্তা সুস্মিতার

বড়সড় বিপদের হাত থেকে সবেই রক্ষা পেয়েছেন। দিন কয়েক আগে গণমাধ্যমে নিজের হার্টঅ্যাটাকের খবর দেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। হার্টঅ্যাটাকের পর এনজিওপ্লাস্টি হয়েছে, বসেছে স্টেন্টও। ঘটনার দুই দিন পর সামাজিকমাধ্যমে নিজেই এ খবর জানান বলিউড অভিনেত্রী। এ খবর প্রকাশ্যে আসার পরই সামাজিকমাধ্যমে ঝড় ওঠে। 

এরপর কেটেছে দিন দুয়েক। নিজের স্বাস্থ্যের আপডেট দিতে ফের গণমাধ্যমে এলেন সুস্মিতা। ইনস্টাগ্রাম লাইভে এই অভিনেত্রী জানালেন, আপাতত তিনি ভালো আছেন। বিশ্রামে রয়েছেন, সুস্থ হচ্ছেন ধীরে ধীরে। পাশাপাশি তার বিপদের সময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন শুভাকাঙ্ক্ষীদেরও। খবর এনডিটিভির।
 
শনিবার ইনস্টাগ্রাম লাইভে এসে সুস্মিতা বলেন, আমি বেশ বড়সড় হার্টঅ্যাটাকের হাত থেকে রক্ষা পেয়েছি। মূল ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। আমাকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ। 

সুস্মিতা আরও বলেন, কার্ডিয়োলজিস্ট আমাকে বলেছেন, আমার হৃদয় নাকি সত্যিই বেশ বড়! সেই হৃদয়কে আনন্দে ও সাহসে ভরিয়ে রাখতে চান তিনি। সামাজিকমাধ্যমের পাতায় জানান সুস্মিতা।

গত ২৭ ফেব্রুয়ারি শুটিং চলাকালীন শারীরিক অস্বস্তি অনুভব করেন সুস্মিতা সেন। কাজের ফাঁকে অভিনেত্রী হঠাৎ জানান, তার বুকে ব্যথা হচ্ছে। তখনই একজন চিকিৎসককে দিয়ে দ্রুত স্বাস্থ্যপরীক্ষা করানো হয় অভিনেত্রীর। চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে কার্ডিয়োলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞরা তাকে দেখে জানান, অস্ত্রোপচার আবশ্যক। সঙ্গে সঙ্গে এনজিওপ্লাস্টি করে হার্টে স্টেন্ট বসানো হয়।

আরও এক দিন পর্যবেক্ষণে রাখার পর ১ মার্চ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে। আপাতত বাড়িতে বিশ্রামে আছেন তিনি। তবে শিগগিরই ফিরবেন ‘আরিয়া’র শুটিংয়ে, জানিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী।View this post on Instagram

LEAVE A REPLY