কে কত কড়ি ঢালছে ইউক্রেনে

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে কাঁড়ি কাঁড়ি কড়ি ঢালছে বিশ্বের বিভিন্ন দেশ। দেশটির সাহায্যের তালিকায় সবচেয়ে বড় ত্রাতা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। জার্মান গবেষণা সংস্থা কিয়েল ইনস্টিটিউট অব দ্য ওয়ার্ল্ড ইকোনমি বলছে, যুদ্ধ শুরুর পর বাইডেন প্রশাসন ৭৫ বিলিয়নেরও বেশি সাহায্য পাঠায় ইউক্রেনে। সাহায্যগুলো পাঠানো হয় মানবিক, অর্থনৈতিক ও সামরিক খাতে। তবে বেশির ভাগই ঢুকেছে সামরিক খাতে। অস্ত্র-গোলাবারুদে। যুদ্ধের ‘নাটের গুরু’ যুক্তরাষ্ট্রই শুধু নয়, পশ্চিমাগোষ্ঠীর সব দাতাদেশই সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে ইউক্রেনের সেনা-সমরাস্ত্র খাতে।

চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বিশ্বের প্রধান প্রধান ২০ দাতাগোষ্ঠী ইউক্রেনে বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সাহায্য পাঠায়। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সাহায্য পাঠানোর মোট পরিমাণ ৭৬.৮ বিলিয়ন ডলার। মোট সাহায্যের ৪৬.৬ বিলিয়ন ডলারই ব্যয় হয়েছে সামরিক খাতে। আর্থিক খাতে ২৬.৪ বিলিয়ন ডলার। মানবিক খাতে ৩.৯ বিলিয়ন। ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে আর্থিক খাতে ২৯.৭ বিলিয়ন সাহায্য পাঠায়। মানবিক খাতে তাদের সাহায্যের পরিমাণ সর্বমোট ১.৭ বিলিয়ন ডলার। এগিয়ে এসেছে ব্রিটেনও। সামরিক খাতে এ পর্র্যন্ত ৫.১ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। আর্থিক খাতে ৩.২ বিলিয়ন। মানবিক খাতে ব্যয় করা হয় ৪২০.২ মিলিয়ন ডলার। 

রুশ বাহিনী প্রতিরোধে জার্মানও ২.৫ বিলিয়ন সাহায্য পাঠিয়েছে ইউক্রেনের সামরিক খাতে। আর্থিক খাতে ১.৪ বিলিয়ন। মানবিক খাতে ২.৬ বিলিয়ন। ১.৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠিয়েছে কানাডা। অর্থনৈতিক খাতে ২.৫ বিলিয়ন। মানবিক খাতে ৩৬৪.২ মিলিয়ন ডলার। 

সামরিক খাতে পোল্যান্ড ঢেলেছে ২.৫ বিলিয়ন ডলার। আর্থিক খাতে ২ বিলিয়ন। ১৮০.৬ মিলিয়ন ব্যয় করে মানবিক খাতে। ফ্রান্স ৬৯২.৬ মিলিয়ন (সামরিক খাতে)। ৭৩৪. ৪ মিলিয়ন আর্থিক খাতে। ৩৩১.৪ মিলিয়ন মানবিক খাতে। নেদারল্যান্ডস পাঠিয়েছে ৯০১.৪ মিলিয়ন ডলার, সামরিক খাতে। ৩৬৫.৯ মিলিয়ন আর্থিক খাতে। আর মানবিক খাতে ২২২.৭ মিলিয়ন। নরওয়ে ৬২১.৭ মিলিয়ন ডলার (সামরিক খাতে)। আর্থিক খাতে ৩৩৮.২ মিলিয়ন। মানবিক সাহায্য দিয়েছে ৩৩৯.৭ মিলিয়ন ডলারের। সামরিক খাতে জাপান দিয়েছে ৬০০ মিলিয়ন ডলার। মানবিক খাতে ৫০১.৯ মিলিয়ন। 

সেনাশক্তি বাড়াতে ইতালি দিয়েছে ৬৯৪ মিলিয়ন ডলার। ৩২৫.৫ মিলিয়ন আর্থিক সাহায্য ও মানবিক খাতে ৫৪.৮ মিলিয়ন। ইউক্রেনে সাহায্য পাঠানো আরেক দেশ সুইডেন। এ পর্যন্ত ৫৭৩.৭ মিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদান করেছে। আর্থিক সহযোগিতা প্রদান করেছে ১৫৭.৯ মিলিয়ন ডলারের। এছাড়া ১১২.৮ মিলিয়ন মানবিক সাহায্য পাঠায় দেশটিতে। সমরাস্ত্র বৃদ্ধিতে ডেনমার্ক দিয়েছে ৫৯১.১ মিলিয়ন ডলার। আর্থিক খাতে ৬০.৪ মিলিয়ন। মানবিক খাতে ১০৪.২ মিলিয়ন ডলার । সাহায্য পাঠানো দেশের মধ্যে আরও রয়েছে অস্ট্রেলিয়া, লিথুয়ানিয়া, স্পেন, ফিনল্যান্ড, লাটভিয়া, পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র।

LEAVE A REPLY