নিগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর রোয়েল দেগামো। ফাইল ছবি
অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে ফিলিপাইনে একজন প্রাদেশিক গভর্নরসহ ছয়জন নিহত হয়েছেন।
শনিবার (৪ মার্চ) দেশটির মধ্যাঞ্চলের নিগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণ দিয়ে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, দেশটির নিগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর রোয়েল দেগামো ও কিছু বেসামরিক ব্যক্তি বন্দুকধারীদের গুলিতে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পামপ্লোনা শহরে দেগামোর বাসভবনে এই গুলি চালানো হয়। খবর আলজাজিরার।
পুলিশের মুখপাত্র কিম লোপেজ বলেন, বেশ কয়েকজন বন্দুকধারী দেগামোর বাসভবনে প্রবেশ করে ও এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।
গত বছর দেশটিতে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের পর দেগামো হলেন তৃতীয় রাজনীতিবিদ, যাকে গুলি করে হত্যা করা হয়েছে। ফিলিপাইনে প্রায়ই এমন রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে। সেই ধারাবাহিকতায় এবার প্রাদেশিক গভর্নর হত্যার ঘটনা ঘটল।ডি- এইচএ