তৃতীয় ওয়ানডের আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে দুঃসংবাদ পেল ইংল্যান্ড দল। চোটের কারণে বাংলাদেশ সফর শেষ হয়ে গেল টপ অর্ডার ব্যাটার উইল জ্যাকসের। অভিষেক সিরিজেই এমন দুর্ভাগ্যের মুখে পড়তে হলো ২৪ বছরের তরুণকে। আজ রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড দলের মিডিয়া ম্যানেজার ম্যাট সমেরফোর্ড।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্রের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “ঢাকায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় বাম ঊরুতে চোট পাওয়ায় উইল জ্যাকস বাংলাদেশ সফরের বাকি অংশ থেকে বাদ পড়েছেন। পুনর্বাসন পক্রিয়ার জন্য আগামী ৪৮ ঘণ্টার মাঝেই তিনি ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন।’

উল্লেখ্য, ইতিমধ্যে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ দখল করেছে ইংল্যান্ড। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে ভালো করতে পারেননি উইল জ্যাকস। প্রথম ম্যাচে ২৬ রান আর দ্বিতীয় ম্যাচে মাত্র ১ রান করে আউট হয়ে যান। আগামীকাল সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডে।

LEAVE A REPLY