চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ‘ডাক’ মেরে ফিরছেন লিটন। ছবি : মীর ফরিদ
বাংলাদেশের ক্রিকেটে তিন ফরম্যাটেই এখন সবচেয়ে বড় ভরসার নাম লিটন কুমার দাস। জাতীয় দলের এই ওপেনারের জন্য গত বছরটা ছিল স্বপ্নের মতো। দুই হাজারের কাছাকাছি আন্তর্জাতিক রান করেছেন। তার চেয়ে বেশি করেছিলেন কেবল বাবর আজম। সেই লিটন দাসই নতুন বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজে অন্য রূপে ধরা দিলেন। ইংল্যান্ডের বিপক্ষে মারলেন জোড়া ‘ডাক’!
ইতোমধ্যেই ইংল্যান্ডের কাছে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে সাড়ে ছয় বছর পর ওয়ানডে সিরিজ হারের পাশাপাশি আজ হোয়াইটওয়াশের শংকাও আছে। এমন ম্যাচে ৩ বল খেলে কোনো রান করতে পারেননি লিটন। মিরপুর শেরে বাংলায় দ্বিতীয় ওয়ানডেতেও তিনি ‘গোল্ডেন ডাক’ মারেন। আর প্রথম ম্যাচে করেছিলেন মাত্র ৭ রান! লিটনের জন্য নিঃসন্দেহে এটা ভুলে যাওয়ার মতো সিরিজ।
তিন ফরম্যাট মিলিয়ে ১৬৫ আন্তর্জতিক ম্যাচ খেলা লিটন দাস শূন্য রানে আউট হয়েছেন মোট ১৪ বার। এর মধ্যে টেস্টে মাত্র ১ বার, ওয়ানডেতে ৯ বার এবং টি-টোয়েন্টিতে ৪ বার। তবে পরপর দুই ওয়ানডেতে ‘ডাক’ মারা এই প্রথম। তবে এর চেয়েও খারাপ সিরিজ কাটিয়ছেন লিটন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিটন তিন ম্যাচেই আউট হয়েছিলেন ১ রান করে!