র‍েমিট্যান্সের মতো রপ্তানি আয়েও ভাটা

ফাইল ছবি

সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতে রপ্তানি আয় এসেছে ৪৬৩ কোটি ডলারের। জানুয়ারিতে রপ্তানির পরিমাণ ছিল ৫১৩ কোটি ৬২ লাখ ডলার। সেই হিসেবে জানুয়ারির চেয়ে ৫০ কোটি ৬৩ লাখ ডলার কম রপ্তানি আয় এসেছে দেশে। 

পঞ্জিকার হিসাবে গত মাস ছিল ২৮ দিনের। এ কারণে আয় এমনিতেই কম হবে। তবে গড় হিসাব ধরলে জানুয়ারিতে দৈনিক আয় ছিল ১৬ কোটি ৫৬ লাখ ডলারের মতো হয়েছিল আর ফেব্রুয়ারিতে তা ছিল ১৬ দশমিক ৫৩ কোটি ডলার।

২০২১-২২ অর্থবছরের ফেব্রুয়ারিতে যা ছিল ৪২৯ কোটি ৪৫ লাখ ডলার। এ আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৮১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগের বছরের একই সময়ের চেয়ে প্রবৃদ্ধি হলেও গত মাসে লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে রয়েছে এই আয়।

এদিকে ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে পশ্চিমা বিশ্বে পোশাকের চাহিদা কমে গেছে এবং দেশে পোশাক তৈরির ক্রয়াদেশ কমে গেছে বলে রপ্তানিকারকরা বারবার বলে এলেও রপ্তানির ইতিবাচক ধারা বজায় থাকতে  দেখা গেছে।

আজ বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের সবশেষ হালনাগাদ এ তথ্য প্রকাশ করে। চলতি ২০২২-২৩ অর্থবছরের ফেব্রুয়ারিতে ৪৮০ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য ঠিক করেছিল ইপিবি। এ হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম এসেছে ৩ দশমিক ৬৮ শতাংশ।

এদিকে ফেব্রুয়ারি মাসে ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার।

LEAVE A REPLY