বায়ার্নের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন মেসি

পিএসজির সামনে অগ্নিপরীক্ষা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বুধবার রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে নামবে দলটি। শেষ ষোলোর ফিরতি লেগে বায়ার্নের মাঠেই লড়তে হবে মেসি-এমবাপ্পেদের। ঘরের মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল পিএসজি। তাই এই লেগে ঘুরে দাঁড়াতে না পারলে আসর থেকে বিদায় নেবে পিএসজি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী লিওনেল মেসি। 

বায়ার্নের বিপক্ষে ম্যাচ সম্পর্কে পিএসজি টিভি-কে মেসি বলেন, ‘আমি মনে করি, মার্শেইয়ের বিপক্ষে আমরা উন্নতি করেছি। দল আরো শক্তিশালী হয়েছে। এখন বায়ার্নের বিপক্ষে সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়াতে হবে- এটাই আমাদের লক্ষ্য। মিউনিখে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলব। নিজেদের কাজগুলো ঠিকঠাকমতো করলে জেতা সম্ভব।’

গত মৌসুমে সংগ্রাম করলেও চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। এর মধ্যেই করেছেন ১৮টি গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৬টি গোল। এই প্রসঙ্গে মেসি বলেন,  ‘আমি বেশ কয়েকবার বলেছি, প্রথম বছর বিভিন্ন কারণে প্যারিসে মানিয়ে নিতে আমার কষ্ট হয়েছিল। কিন্তু এই মৌসুমে আমি ভিন্নভাবে শুরু করেছি। ক্লাব, শহরে (প্যারিস) বেশ মানিয়ে নিয়েছি।’

মেসি আরো বলেন, ‘প্যারিসের সঙ্গে শিরোপা জিততে পারার লক্ষ্য নিয়ে যোগ দিয়েছিলাম আমি। মৌসুমের শুরুতে আমরা যে লক্ষ্যগুলো সামনে রেখে এগিয়েছি, আমরা তা অর্জন করতে চাইছি।’

 খেলা ডেস্ক

অ +

LEAVE A REPLY