চিকিৎসা করাতে রাজি না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে সম্প্রতি একজন নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এক বছরেরও বেশি সময় ধরে তিনি তার যক্ষ্মা রোগের জন্য চিকিৎসা করাতে বা অন্যদের থেকে বিচ্ছিন্ন (আইসোলেশন) থাকতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত ওই নারীর নাম স্বাস্থ্য কর্মকর্তারা গোপন রেখেছেন। তবে আদালতের কাগজপত্রে তার নামের আদ্যক্ষর হিসেবে ভি এন লেখা রয়েছে।

উল্লেখ্য, যক্ষ্মা একটি সংক্রামক রোগ, যা রোগীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে থাকা যে কারো মধ্যে ছড়িয়ে পড়ে। রোগটি সম্ভাব্য মারাত্মক হিসেবে বিবেচিত হয়।

টাকোমা-পিয়ার্স কাউন্টি স্বাস্থ্য বিভাগের সংক্রামক রোগ নিয়ন্ত্রণের পরিচালক নাইজেল টার্নারের বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওই নারীকে এবং আমাদের সম্প্রদায়কে রক্ষার জন্য তাকে ওষুধ সেবনে রাজি করাতে আমরা সব চেষ্টা করেছি। তার পরিবার এবং সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে কাজ করেছি।’

যেহেতু ওই নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাই আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন ওই নারীকে সবার থেকে বিচ্ছিন্ন রাখতে এবং তার পরীক্ষা ও চিকিৎসার জন্য পিয়ার্স কাউন্টির ব্যবস্থার আওতায় নিয়ে যেতে পারবে।

গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারক বলেন, যারা ওই নারীকে পরিবহন করবেন তাদের সচেতন হওয়া উচিত যে তারা সক্রিয় যক্ষ্মা রোগীর সঙ্গে থাকবেন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করবেন।

কেন ওই নারী অন্যদের থেকে বিচ্ছিন্ন থাকতে বা চিকিৎসা করাতে অস্বীকৃতি জানিয়েছেন তা স্পষ্ট নয় বলে উল্লেখ ওয়াশিংটন পোস্টে উল্লেখ করা হয়েছে।

এনবিসি নিউজ অনুসারে, অভিযুক্ত নারীর আইনজীবী সারাহ টফলেমায়ার বুধবার দাবি করেছেন, ওই নারী চিকিৎসা করাতে অস্বীকৃতি জানিয়েছেন, কারণ তিনি বুঝতে পারছেন না কী ঘটছে।

প্রসঙ্গত, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) অনুসারে, যক্ষ্মা চিকিৎসায় তিন থেকে নয় মাস পর্যন্ত সময় লাগে।

সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY