‘ইসরাইলের ধ্বংস এখন আর স্বপ্ন নয় বাস্তবতা’

অধিকৃত ফিলিস্তিনের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, দখলদার ইসরাইলি প্রশাসনের ধ্বংস এখন আর কোনো স্বপ্ন নয়, বরং একটি বাস্তবতা- যা অদূর ভবিষ্যতে ঘটতে যাচ্ছে। এমন মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ।

তিনি বলেছেন, ইসরাইলি কর্তৃপক্ষ যত কঠোর সিদ্ধান্ত নেবে, তা পাল্টা আঘাত হানার ব্যাপারে ফিলিস্তিনি জনগণের মধ্যে চেতনা, বিশ্বাস ও সংকল্প আরো দৃঢ় করবে। ফিলিস্তিনের চলমান ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে, সবকিছু ইসরাইলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। 

প্রেস টিভি জানিয়েছে, রাজধানী বৈরুতে হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার এসব কথা বলেন হিজবুল্লাহ মহাসচিব। তার ভাষণ সরাসরি সম্প্রচার করে আল-মানার টেলিভিশন।

নাসরুল্লাহ বলেন, ইসরাইলি শত্রু মনে করেছে যে, বন্দিদের হত্যা করার হুমকি দিলেই ফিলিস্তিনি সংগ্রামীরা তাদের প্রতিরোধ আন্দোলন বন্ধ করে হাত গুটিয়ে বসে থাকবে। কিন্তু বাস্তবে ফল হবে উল্টো।

ইসরাইলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানানো গোটা মুসলিম বিশ্বের কর্তব্য মন্তব্য করে হিজবুল্লাহ মহাসচিব বলেন, আমরা ফিলিস্তিনি বন্দিদের প্রতি আমাদের সংহতি ঘোষণা করছি এবং এ ব্যাপারে নিজেদের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছি।

LEAVE A REPLY