অন্তঃসত্ত্বা নীনা গুপ্তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সতীশ

চলে গেলেন বলিউডের প্রবীণ অভিনেতা সতীশ কৌশিক। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। ৬৬ বছর বয়সেই জীবনাবসান হয় এই গুণী অভিনেতার। দুই দিন আগেই বলিউডের বন্ধুবান্ধবদের সঙ্গে হোলির উৎসবে যোগ দিয়েছিলেন সতীশ। ৯ মার্চ সকালে ঘনিষ্ঠ বন্ধু অনুপম খের সতীশের মৃত্যুসংবাদ দেন। 

১৯৫৬ সালে হরিয়ানার মহেন্দ্রগড়ে ১৩ এপ্রিল জন্মেছিলেন সতীশ। রাজধানীর ন্যাশনাল স্কুল অব ড্রামাতে অভিনয় শিক্ষা নিয়েছিলেন তিনি। জানা যায়, অভিনেত্রী নীনা গুপ্তার খুবই কাছের বন্ধু ছিলেন সতীশ কৌশিক। নীনার অভিনয় নিয়ে খুবই গর্বিত ছিলেন এবং বরাবর তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তবে একটি অধ্যায় যা অনেক ভক্তই হয়তো জানেন না। নীনা গুপ্তার প্রচণ্ড দুঃসময়ে তাকে বিয়ে করতে চেয়েছিলেন সতীশ কৌশিক। 

২০২১ সালে নীনা গুপ্তার আত্মজীবনী ‘সাচ কাহু তো’-তে নীনা নিজেই জানিয়েছেন, অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক নীনাকে বিয়ে করতে চেয়েছিলেন। মাসাবার জন্মের আগে অন্তঃসত্ত্বা হওয়াকালীনই সতীশ নীনাকে বিয়ে করতে চেয়েছিলেন। নীনা লিখেছেন, সতীশ তাঁকে বলেছিলেন, ‘চিন্তা করো না, যদি সন্তানের গায়ের রং কালো হয় তুমি বলো ও আমার সন্তান। আমরা বিয়ে করে নেব, কেউ কোনো সন্দেহ করবে না।’ 

যদিও পরে সেই বিয়ে হয়নি। কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে নীনার সম্পর্কের কথা সবারই জানা। বিবাহিত ভিভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এমনিতেই তখন সমাজের চোখে ‘খোরাক’ হয়েছিলেন নীনা। ভিভের সন্তান ধারণের পর তাকে নিয়ে শুরু হয় আরো কাটাছেঁড়া। নীনার সিদ্ধান্ত নিয়েই শুধু প্রশ্ন ওঠেনি- কৃষ্ণাঙ্গ ভিভের সন্তানও কি কৃষ্ণবর্ণ হবে, এই প্রশ্নও উঠতে শুরু করেছিল।

বলিউডে অসংখ্য হিট চলচ্চিত্রে কাজ করেছেন সতীশ কৌশিক। তার মধ্যে অন্যতম অনিল কাপুর ও শ্রীদেবী অভিনীত ‘মিস্টার ইন্ডিয়া’। কমিক টাইমিংয়ের জন্যও বরাবর জনপ্রিয় ছিলেন তিনি। ‘তেরে নাম’ থেকে ‘সাজন চালে শ্বশুরাল’, ‘দিওয়ানা মস্তানা’, ‘রাম লক্ষ্মণ’-এর মতো বহু হিট চলচ্চিত্রে নিজের অভিনয়জাদু দেখিয়েছেন সতীশ কৌশিক। গুণী এই অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

সূত্র : নিউজ ১৮

LEAVE A REPLY