অপেশাদার জেনা ওর্তেগা!

২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘ওয়েডনেসডে’ দিয়ে খ্যাতির চূড়ায় পৌঁছে গেছেন অভিনেত্রী জেনা ওর্তেগা। এই মুহূর্তে হলিউডের সবচেয়ে প্রত্যাশিত তারকাদের তালিকায় নাম উচ্চারিত হয় তার। অল্প বয়সেই সিরিজটি দিয়ে বাজিমাত করেছেন অভিনেত্রী। তবে এই যাত্রা এতটাও সহজ ছিল না। নিজের ‘ওয়েডনেসডে’ চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে নির্মাতাদের বিরুদ্ধেও গিয়েছিলেন ওর্তেগা! সম্প্রতি নিজের এমন ‘অপেশাদার’ আচরণের কথা জানালেন অভিনেত্রী।

আর্মচেয়ার এক্সপার্টের একটি সাম্প্রতিক পডকাস্টে হাজির হয়েছিলেন জেনা ওর্তেগা। সেখানে অভিনেত্রী বলেছেন, ‘ওয়েডনেসডে’র মূল স্ক্রিপ্টগুলো তার চরিত্রের দৃষ্টিকোণ থেকে খুব বেশি অর্থবহ ছিল না। এই কারণেই তিনি সিরিজের লেখকদের সাথে পরামর্শ না করেই বেশ কয়েকবার সংলাপ পরিবর্তন করেছিলেন।

‘ওয়েডনেসডে’তে কাজ করার বিষয়ে বেশ সোজাসাপ্টা ছিলেন অভিনেত্রী। তার বেশ কয়েকটি বক্তব্যেই সেটি ফুটে উঠেছে। অভিনেত্রী দাবি করেছিলেন যে ‘ওয়েডনেসডে’র কাজের সময়সূচি প্রায়ই তার জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। তাকে অনেককিছু মোকাবেলা করতে হয়েছে। সেই সঙ্গে মুল স্ক্রিপ্টেরও অনেক বিষয় তিনি পরিবর্তন করেছেন।

‘ওয়েডনেসডে’র স্ক্রিপ্ট সম্পর্কে ওর্তেগা জানান, তিনি যখন স্ক্রিপ্টে স্বাক্ষর করেছিলেন তখন তিনি জানতেন না যে এটি তরুণ দর্শকদের জন্য ছিল। কারণ তার কাছে সম্পূর্ণ স্ক্রিপ্ট ছিল না। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম এটা অনেক বেশি অন্ধকারময় স্ক্রিপ্ট হবে। আমি জানতাম না এর মুল বিষয়টি কি হতে যাচ্ছে। আমার হাতে তখনো সম্পূর্ণ স্ক্রিপ্ট আসেনি।’

জেনা ওর্তেগা আরো বলেন,‘ওয়েডনেসডে’র চিত্রগ্রহণের সময় তাকে অনেকবার নিজে থেকে হস্তক্ষেপ করতে হয়েছিল যা আসলে পেশাদারিত্বের পরিচয় দেয় না। কিন্তু স্ক্রিপ্টে যা কিছু লেখা ছিল তার তেমন কোনো মানে দাঁড়ায়নি, তাই তিনি সেগুলো পরিবর্তন করেছেন নিজের মতো করে। উদাহরণস্বরূপ, একটি দৃশ্যে তিনি পোশাকটি কতটা পছন্দ করেছিলেন সে সম্পর্কে একটি লাইন বলার কথা ছিল। ওর্তেগা সেই লাইনের বিরুদ্ধে ছিলেন এবং দাবি করেছেন যে ‘ওয়েডনেসডে’ এমন কিছু বলবে না। এ ছাড়া ভাইরাল নাচের দৃশ্যটি মূলত একটি ফ্ল্যাশ মব দৃশ্য হওয়ার কথা ছিল, যা তিনি পছন্দ করেননি বলেও জানান অভিনেত্রী।

২০২২ সালের নভেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পায় কমেডি-হরর সিরিজ ‘ওয়েডনেসডে’। জেনা ওর্তেগার অসাধারন অভিনয়ে ‘ওয়েডনেসডে’ দারুণ দর্শকপ্রিয়তা পায়। নেটফ্লিক্স সিরিজটি আকাশচুম্বী রেটিং পেয়েছে দর্শকদের কাছ থেকে। নেটফ্লিক্সের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক দেখা ইংরেজি ভাষার টিভি সিরিজে পরিণত হয়েছে এটি। সিরিজটির দুর্দান্ত সাফল্যে এটির দ্বিতীয় সিজন আনার ঘোষনা দিয়েছেন নির্মাতারা।

সূত্র : ডেডলাইন

LEAVE A REPLY