তেল আবিবে গুলিতে আহত ৩, ফিলিস্তিনি বন্দুকধারী নিহত

Police patrol near the scene of a terror attack on Dizengoff street, in central Tel Aviv, March 9, 2023. Photo by Erik Marmor/Flash90 *** Local Caption *** פיגוע תל אביב ירי דיזנגוף טרור

তেল আবিবে বন্দুক হামলার ঘটনাস্থলে ইসরায়েলি নিরাপত্তাকর্মীরা। ছবি : রয়টার্স

তেল আবিবে বৃহস্পতিবার একজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে তিনজন আহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছেন। ঘটনার পর ওই বন্দুকধারী পুলিশের হাতে নিহত হয়েছেন।

শহরের কেন্দ্রস্থলে ডিজেনগফ রাস্তার একটি কোণ পুলিশকে ঘেরাও করে রাখতে দেখা গেছে, যেখানে হামলাটি হয়েছিল। রয়টার্সের ফুটেজে দেখা গেছে, খাবার শেষ না করেই মানুষ পালিয়ে যাওয়ায় একটি রেস্তোঁরা খালি হয়ে গেছে। 

হামলার পর চিকিৎসকরা পাশের ফুটপাতে আহতদের চিকিৎসা দিয়েছেন।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের ২৩ বছর বয়সী নিহত বন্দুকধারীকে ইসলামপন্থী সংগঠন হামাস তাদের সদস্য বলে দাবি করেছে। 

নেতানিয়াহু ইতালি সফরের সময় ঘটনা সম্পর্কে জানার পর বলেছেন, ‘আজ রাতে তেল আবিবের কেন্দ্রস্থলে আরেকটি সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা নিরাপত্তা বাহিনী এবং পুলিশের ওপর জোর দিচ্ছি, যারা এই রাতে এবং প্রতি রাতে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করছে।’

জেরুজালেমের আশপাশে এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আক্রমণের পর এই গুলি চালানো হয়। এতে জানুয়ারির শেষ থেকে ১৩ ইসরায়েলি এবং একজন ইউক্রেনীয় নারী নিহত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর সঙ্গে পশ্চিম তীরে একটি বন্দুকযুদ্ধে ইসলামিক জিহাদ গোষ্ঠীর তিন বন্দুকধারী নিহত হয়। হামাস বলেছে, তেল আবিবের গুলি তারই প্রতিক্রিয়া।

গত এক বছরে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে এবং যোদ্ধা ও বেসামরিক মানুষসহ দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে ফিলিস্তিনিদের হামলায় ৪০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছে।

LEAVE A REPLY