বাংলাদেশী প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন অস্ট্রেলিয়ান এমপি জন ফুলব্রক , বাড়াতে বললেন বানিজ্য

অস্ট্রেলিয়ার প্লেফোর্ড-এর জনপ্রিয় প্রভাবশালী তরুন এমপি জন ফুলব্রক গত ৩রা মার্চ সিডনির পত্রিকা মুক্তমঞ্চ’কে দেয়া এক এক্সক্লুসিভ স্বাক্ষাতকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বললেন, তিনি এই বিশ্বের শক্তিশালী অনুপ্রেরনাদায়ী এক নেতা, যার অধীনে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি দুই দেশের মধ্যে সুসম্পর্ক আরো উন্নত পর্যায়ে নিয়ে বানিজ্য বাড়াতে তাগিদ দেন।

কয়েকদিন আগে জন ফুলব্রক এমপি তার স্টেট অফিসে তরুন লেবার নেতা মুনহেমুল খানের উৎসাহে বাংলাদেশের পতাকা স্থায়ীভাবে স্থাপন করে কম্যুনিটিতে ব্যাপক আলোড়ন তোলেন, তিনি বলেন, তার এলাকায় প্রচুর প্রবাসী বাংলাদেশী থাকেন, তারা কর্মঠ ও বর্তমানে ক্ষমতায় থাকা অস্ট্রেলিয়ান লেবার পার্টির বাম ঘরানার মূল রাজনীতির সাথে জড়িত। তার রাজনৈতিক অফিসে লোকাল লেবার পার্টি নেতা মুনহেমুল খানের প্রসংশা করে তিনি বলেন, প্রবাসী তরুন বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের আরো বেশী আকারে মূল ধারার রাজনীতিতে যোগ দেয়া উচিত এবং তাদের ভালোবাসায় তিনি আপ্লুত।

বাংলাদেশের প্রতি গভীর মমত্ববোধের কারনে তিনি তার অফিসে বাংলাদেশের পতাকাটি স্থায়ীভাবে স্থাপন করেছেন। এসময় তিনি, সময় ও সুযোগ মিললে বাংলাদেশ সফরের অভিপ্রায় ব্যক্ত করেন। স্বাক্ষাতকারটি গ্রহন করেন মুক্তমঞ্চ পত্রিকার নির্বাহী সম্পাদক ও অস্ট্রেলিয়া যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম।

LEAVE A REPLY