ইরান ও সৌদি আরবের পতাকা। (সংগৃহীত ছবি)
সৌদি আরব ও ইরান দুই মাসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা, দূতাবাস পুনরায় চালু এবং রাষ্ট্রদূত বিনিময় করতে সম্মত হয়েছে। শুক্রবার সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
সৌদি আরব, ইরান এবং চীনের জারি করা একটি ত্রিপক্ষীয় বিবৃতি উদ্ধৃত করে এসপিএ জানিয়েছে, বেইজিংয়ে ৬-১০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত আলোচনার পর ২০১৬ সালে দুই দেশের ছিন্ন হওয়া সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত এসেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব ও ইরান রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে সম্মান করতে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে সম্মত হয়েছে।’
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দূত বিনিময়ের ব্যবস্থা করতে এবং সম্পর্ক বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে শীঘ্রই বৈঠক করবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া রিয়াদ এবং তেহরান ২০০১ সালে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা চুক্তি এবং ১৯৯৮ সালে স্বাক্ষরিত বাণিজ্য, অর্থনীতি এবং বিনিয়োগ চুক্তি সক্রিয় করতে সম্মত হয়েছে।
সূত্র : আল অ্যারাবিয়া