হোয়াইট হাউস। ছবি : রয়টার্স
হোয়াইট হাউসের পাশের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে শুক্রবার একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিনির্বাপককর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। এ সময় ওই ভবনের কর্মীদের সরিয়ে নেওয়া হয়। মার্কিন সিক্রেট সার্ভিস এ তথ্য জানিয়েছে।
ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস সকাল ৮টায় টুইটে জানায়, ওই ভবনের বেসমেন্টে একটি ত্রুটিপূর্ণ কুলিং মোটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তারা।
স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিট নাগাদ সকালের গোলযোগের পর হোয়াইট হাউসের মাঠ তুলনামূলকভাবে শান্ত ছিল।
আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিং ১৮৭১ থেকে ১৮৮৮ সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি হোয়াইট হাউসের কর্মীদের জন্য ব্যবহার করা একটি বিস্তৃত জায়গা। শুক্রবার সকালে হোয়াইট হাউসের কর্মীদের পাঠানো একটি ই-মেইলে ‘জরুরি : উচ্ছেদ’ উল্লেখ করে বলা হয়েছে, নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশে ভবনটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
নিউ ইয়র্ক টাইমস অনুসারে, ২০০৭ সালে নির্বাহী ভবনে একটি অগ্নিকাণ্ড তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির অফিসের আনুষ্ঠানিক স্যুটকে ক্ষতিগ্রস্ত করেছিল। সে সময় এক হাজার ফেডারেল কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল, যার মধ্যে একজন মেরিনও ছিলেন।
সূত্র : আল অ্যারাবিয়া