আফগানিস্তানের বালখে ফের বিস্ফোরণ

আফগানিস্তানের বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরে বিস্ফোরণের পর হাসপাতালে একজন আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন৷ ছবি : আতিফ আরিয়ান/এএফপি

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরে শনিবার আবারও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসলামিক স্টেটের (আইএস) দাবিকৃত বিস্ফোরণে প্রদেশের গভর্নরের মৃত্যুর দুদিন পর এ হামলার ঘটলা ঘটল। এতে একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এ ছাড়াও একদল সাংবাদিকসহ বেশ কয়েকজন শিশু, পুলিশ এবং একজন প্রত্যক্ষদর্শী আহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ এ তথ্য জানিয়েছে।

শনিবার মাজার-ই-শরিফের একটি সাংস্কৃতিক কেন্দ্রে আফগানিস্তানের গণমাধ্যমকে সম্মান জানানোর অনুষ্ঠানে এই বিস্ফোরণ ঘটে। এক তালেবান কর্মকর্তা বক্তৃতা দেওয়ার কয়েক মিনিট পর একদল শিশু সঙ্গীত পরিবেশন শুরু করলে বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন এবং আহতদের মধ্যে পাঁচজন সাংবাদিকও রয়েছেন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেছেন, ‘বালখের দ্বিতীয় পুলিশ জেলায় একটি বিস্ফোরণ ঘটেছে।’ তিনি নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে তিন শিশুও আছে।

মোহাম্মদ ফারদিন নওরোজি নামে বালখের একজন সাংবাদিক রয়টার্সকে বলেছেন, তিনি এবং অন্যান্য সাংবাদিকরা বিস্ফোরণে আহত হয়েছেন। তবে তিনি এ ঘটনা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি।

অন্যদিকে বিস্ফোরণে আহত আফগান সাংবাদিক আতিফ আরিয়ান এএফপিকে বলেছেন, ‘আমি একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি। তারপর সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। কারণ সবাই পালানোর পথ খুঁজছিল।’

এদিকে বৃহস্পতিবার প্রাদেশিক গভর্নর মৌলভি মোহাম্মদ দাউদ মুজাম্মিল এবং তার কার্যালয়ে আরো দুজন বিস্ফোরণে নিহত হয়। সে ঘটনায় তালেবান কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত করছে।

জানা গেছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের গভর্নর সাময়িকভাবে বালখ পরিচালনা করবেন। তার মুখপাত্র হাজী জাইদ এ তথ্য জানিয়ে রয়টার্সকে আরো- বলেছেন, যতক্ষণ না সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা মধ্য এশিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র উত্তর প্রদেশের জন্য একজন নতুন গভর্নর নির্বাচন করেন।

সূত্র : রয়টার্স, এএফপি

LEAVE A REPLY