‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু মারা গেছেন

সালমান শাহ-মৌসুমী জুটির প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোর ৬টায় নিজ বাসায় মারা যান এই গুণী চিত্রগ্রাহক। তার বয়স হয়েছিল ৬৬ বছর। 

পারিবারিক সূত্রে জানা যায়, ক্যান্সারে ভুগছিলেন জেড এইচ মিন্টু। প্রথমে তার ব্রেন টিউমার ধরা পড়ে। পরে সফলভাবে টিউমার অপসারণ করা হলেও বায়োপসিতে ব্রেন ক্যান্সার ধরা পড়ে। মাস তিনেক আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চিত্রগ্রাহকের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতিসহ সিনেমা সংশ্লিষ্ট সংগঠনগুলো। শোক জানিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী শবনমও। 

জেড এইচ মিন্টু একাধারে প্রযোজক ও পরিচালক ছিলেন। গুণী এই মানুষটি ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘চাঁদনী’, ‘আত্ম অহংকার’, ‘নিঝুম অরণ্য’সহ দেড় শতাধিক সিনেমার চিত্রগ্রাহক হিসেবে নৈপুণ্য প্রদর্শন করেন।

রায়হান মুজিব পরিচালিত ‘আত্ম অহংকার’ এবং আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ সিনেমা দুটির প্রযোজক জেড এইচ মিন্টু।  ‘পোস্ট মাস্টার-৭১’ সিনেমার জন্য জেড এইচ মিন্টু জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

দুই বাংলার বরেণ্য চলচ্চিত্র চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে জেড এইচ মিন্টুর চলচ্চিত্রে হাতেখড়ি। পরবর্তী সময়ে আব্দুল লতিফ বাচ্চু ও বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমানের সঙ্গে দীর্ঘদিন সহকারী হিসেবে কাজ করেন বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার সাবেক এই সহ-সভাপতি।

LEAVE A REPLY