বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৩৯৪ জনের মৃত্যু

Abs 2019-nCoV RNA virus - 3d rendered image on black background. Viral Infection concept. MERS-CoV, SARS-CoV, ТОРС, 2019-nCoV, Wuhan Coronavirus. Hologram SEM view.

প্রতীকী ছবি

করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৮০১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ১১ হাজার ২০৪ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১৪ লাখ এক হাজার ৪১৪ জনে।

শনিবার (১১ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ফ্রান্স। দৈনিক প্রাণহানির এ তালিকায় ফ্রান্সের পরেই রয়েছে তাইওয়ান, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, মেক্সিকো, স্পেন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলো।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৩৩৫ জন। এসময় দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন ১২ জন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত ৩ কোটি ৬ লাখ ১৫ হাজার ৫২২ জন। এদের মধ্যে মারা গেছেন ৩৪ হাজার ৯৩ জন।

দৈনিক মৃত্যুতে শীর্ষে থাকা ফ্রান্সে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯০ জন। এ সময়ে দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৮৮ জন। এ নিয়ে ফ্রান্সে মোট করোনা রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ৩০০ জনে। এদের মধ্যে এক লাখ ৬৫ হাজার ১৬৩ জন মারা গেছেন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৫০ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৪৮ হাজার ৭৬৫ জন।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ১১৩ জন এবং মারা গেছেন ৪৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৩ লাখ ৭ হাজার ৪০৯ জন শনাক্ত এবং ৭৩ হাজার ৩৮ জন মারা গেছেন।এসএম

LEAVE A REPLY